‘আন্ডারডগ’ তকমা উপভোগ করছেন দিয়াজ

দিয়াজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ডার্বির আগের ম্যাচে জিততে না পারায় তাঁদের অনেকে শনিবারের বড় ম্যাচে ‘আন্ডারডগ’ মনে করছেন। তাতে অবশ্য কোনও আপত্তি নেই এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ হোসে মানুয়েল দিয়াজের। ডার্বির আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দল তৈরি। বিপক্ষে রয় কৃষ্ণা, হুগো বুমৌসের মতো দুই ‘গোলমেশিন’ থাকলেও ঘাবড়ে যাওয়ার কিছু আছে বলে মনে করেন না দিয়াজ। তাঁর বক্তব্য, ওঁদের দলটাকে আটকে দিতে পারলে ওঁরা দু’জনও আটকে যাবে।

দিয়াজ জানান, কলকাতা ডার্বি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচের কী মাহাত্ম্য, তা খুব ভাল করে জানি। স্পেন ও মেক্সিকোতেও সেখানকার অনেক ডার্বি দেখেছি। আমাদের কাছে এটা লিগের দ্বিতীয় ম্যাচ। তবে এই নিয়ে কোনও অজুহাত দিতে চাই না। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এটিকে মোহনবাগান খুবই ভাল দল। ওদের একজন ভাল কোচ আছেন, যিনি আইএসএলে যথেষ্ট অভিজ্ঞ। আমাদেরও ভাল খেলতে হবে। মাঠে যথাসম্ভব কম ভুল করতে হবে এবং বিপক্ষের দুর্বলতাগুলোকে কাজে লাগাতে হবে। আন্ডারডগ তকমাটা আমাদের গায়ে সেঁটে দিলেও কোনও অসুবিধা নেই। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব। এটিকে মোহনবাগান যদিও গত মরশুমে ভাল খেলেছিল এবং ওদের অনেকেই গত কয়েকটি মরশুম ধরে একসঙ্গে খেলছে, তবে আমরা ওদের বিরুদ্ধে নামার জন্য তৈরি।