জুলাই 3, 2024
Latest:
সাক্ষাৎকার

জয় না এলেও দলের খেলায় খুশি দিয়াজ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

চলতি লিগের সেরা চারে থাকা ও টানা ছয় ম্যাচে অপরাজিত থাকা হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ১-১ ড্র করে এসসি ইস্টবেঙ্গল। এই ফলে খুশিই দলের স্প্যানিশ কোচ হোসে মানুয়েল দিয়াজ।

বৃহস্পতিবার রাতে চার নম্বর ড্রয়ের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কী বললেন তিনি? দেখে নেওয়া যাক।

আজ কি আপনারা এক পয়েন্টের বেশিও পেতে পারতেন বলে মনে করেন?

আমরা প্রতি ম্যাচেই জয়ের লক্ষ্য নিয়ে নামি। হায়দরাবাদ খুবই ভাল দল। ওদের মতো দলের বিরুদ্ধে আমরা আজ ভাল খেলেছি। আমরা একটা গোল করেছি, আর একটা বারে লেগে ফিরে এসেছে। সব মিলিয়ে আমাদের ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি।

প্রথম গোল দিয়ে এগিয়ে যাওয়ার পর তো আপনারা ছন্দে চলে এসেছিলেন। আপনার কি মনে হয় ওই ছন্দটা কাজে লাগানো উচিত ছিল?

আমাদের ২-০ গোলে এগিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু ওরা একটা ক্রস থেকে গোল করে সমতা এনে ফেলে।

এই ম্যাচ থেকে ইতিবাচক কী পেলেন?

দলের ছেলেরা খুবই পরিশ্রম করে খেলেছে ও ভাল খেলেছে। প্রতি ম্যাচেই আমরা উন্নতি করতে চাই। আশা করি, এরপরে আরও উন্নতি হবে।

কৌশলের দিক থেকে এই মরশুমে সবচেয়ে কঠিন
প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আজ খেললেনও আপনারা?

আমরা চারটি ম্যাচে হেরেছি। এরকম পরিস্থিতিতেও দলের ছেলেরা ভাল খেলেছে। এই ম্যাচে ছেলেরা আগের চেয়ে কম ভুল করেছে। অন্য ম্যাচে তো আমাদের ভুলের জন্য বিপক্ষ গোল করে বেরিয়ে গিয়েছে। ওরা ওপরের দিকের দলগুলোর বিরুদ্ধে ড্র করেছে, নীচের দিকের দলের বিরুদ্ধে নয়

অন্যদিকে, হায়দরাবাদ এফসি-র কোচ মানুয়েল মার্কেজ এক পয়েন্ট নিয়ে মোটেই সন্তুষ্ট নন। তবে নিজেদের খেলা যে ভাল হয়নি, তাও মেনে নিয়েছেন। প্রশংসা করেন এসসি ইস্টবেঙ্গলেরও। তাঁর সাংবাদিক বৈঠকের গুরুত্বপূর্ণ অংশ তুলে দেওয়া হল।

আপনি কি আজ এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট?

অবশ্যই না। আমরা আরও বেশি পয়েন্ট পেতে পারতাম। তবে লিগে এ রকম ম্যাচ আসেই। যখন দল ভাল খেলেনা। ভাল না খেললে জেতা কঠিন। এই ম্যাচে এক পয়েন্ট ঠিকই আছে। আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। ফলে আর একটা জয়ের সুযোগ হাতছাড়া করেছি।