জুলাই 5, 2024
Latest:
জেলাফিচার

আজও উত্তাল দিঘার সমুদ্র, পর্যটকদের স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

দিঘায় দানবীয় জলোচ্ছ্বাস। গার্ড ওয়াল টপকে জল ঢুকছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে গত রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবারও আকাশের মুখ ভার। জারি করা হয়েছে কমলা সতর্কতা। পূর্ব মেদিনীপুর জেলা সহ দিঘায় কখনো মুষলধারে তো কখনো ঝিরিঝিরে বৃষ্টি হচ্ছে। উত্তাল দিঘার সমুদ্র। গার্ডওয়াল টপকে জল ঢুকছে। জলমগ্ন মেরিন ড্রাইভ সহ দিঘার বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের পক্ষ থেকে ঘন ঘন মাইকিং করা হচ্ছে। পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কিছু ঘাটে দড়ি দিয়ে ব্যারিকেট করে রাখা হয়েছে। বেশ কিছু উৎসুক পর্যটক হোটেল থেকে বেরিয়ে এসে জলোচ্ছ্বাসের জলে গা ভিজিয়ে নিচ্ছেন। মৎস্যজীবীদের ক্ষেত্রে লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত তাদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।