পুরএলাকায় বেহাল রাস্তা, চলাচল বন্ধের উপক্রম বুনিয়াদপুরে

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

রাস্তা দেখলে মনে হতেই পারে কোন অজ পাড়াগাঁ। অত্যন্ত বেহাল রাস্তায় চলাচল বন্ধের উপক্রম এলাকার মানুষজনদের। যদিও এই রাস্তা কোন অজপাড়াগাঁ নয়, বুনিয়াদপুর পুরসভা এলকার ২নং ৩ নং ওয়ার্ডের পীরতলা থেকে বড়াইল গামী একমাত্র চলাচলের পাকা রাস্তা এখন যেন নরককুণ্ড।

জানা গেছে বিগত ৩/৪ বছর ধরেই চলাচলের একমাত্র পাকা রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। ইতিমধ্যেই সম্পূর্ণ পাকা রাস্তার পিচ উঠে গিয়ে মাটি এবং পাথর বেরিয়ে পড়েছে । দেখে বোঝা দায় এই রাস্তা আসলে পাকা না কাঁচা।কর্দমাক্ত ভাঙা রাস্তায় জল জমে থাকার কারণে প্রতিনিয়ত সমস্যা বেড়েই চলেছে বাসিন্দাদের। রাস্তা খারাপ হওয়ার পিছনে এলাকায় দিনের পর দিন ট্রাক্টরের দৌরাত্ম্য বেড়ে যাওয়াকেই দায়ী করছেন সকলে ৷

দীপা রবিদাস, এলাকাবাসী ৷ নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিভিন্ন এলাকার ট্রাক্টর চালকেরা ওভারলোড মাটি নিয়ে দ্রুতগতিতে চলাচলের ফলেই রাস্তা মানুষের চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে।পাশাপাশি জানাগেছে ওভারলোড ট্রাক্টর থেকে মাটি সহ বালি,পাথর পড়ে পড়েই বর্তমানে পীরতলা থেকে বড়াইল গামী রাস্তার কঙ্কালসার অবস্থা।
বুনিয়াদপুর পুরসভা নির্মাণের প্রায় পাঁচ বছর হতে চললেও খোদ শহরের বুকের রাস্তার এহেন বেহাল দশায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার মানুষজনদের মধ্যে। সকলেই চাইছেন রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিক পুরসভা কর্তৃপক্ষ।

বিপুল সরকার , এলাকাবাসী ৷ নিজস্ব চিত্র

পাশাপাশি এলাকায় রাস্তা খারাপ হওয়ার অন্যতম কারণ ওভারলোডেড ট্রাক্টরের দৌরাত্ম্য বন্ধ করতে উদ্যোগী হোক প্রশাসন। চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন জানিয়েছেন ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে, রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

টুকু দাস , টোটো চালক ৷ নিজস্ব চিত্র