জুলাই 5, 2024
Latest:
রাজ্য

চা – চক্রে যোগদান করে ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

১০০ দিনের প্রকল্পে এই রাজ্যের বকেয়া টাকা কেন্দ্র আটকে রেখেছে এই অভিযোগ তুলে ইতিমধ্যেই সোচ্চার শাসক দলের নেতাকর্মীরা ৷দিল্লি থেকে কলকাতা পর্যন্ত আন্দোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , এমনটা শোনা গেছে ৷ সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন, ‘একটা লংমার্চ করতে পারে দিল্লি চলো বলে,আমরা রাস্তায় জল দেবো ‘৷ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে পাঠক ভ্রমণে বেরিয়ে চা চক্রে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনভাবেই কটাক্ষ করে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ দিলীপ ঘোষ ৷

তিনি আরও বলেন, সবথেকে বেশি টাকা এখানেই পায়, সবথেকে বেশি লোক এখানেই হয়, পেট ভরছে না আরও চাই, লিখে লিখে দিচ্ছে, পাশাপাশি আবাস যোজনার দুর্নীতি নিয়ে কথা বলতে ছাড়লেন না শাসক দলকে ৷ পাশাপাশি একাধিক প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী সহ শাসক দলের নেতাকর্মীদের কটাক্ষ করেন তিনি ।

নিজস্ব চিত্র

পাশাপাশি এই দিন নিহত জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার পরিবারের সঙ্গে দেখা করে কথাবার্তা বলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।

YouTube player