এনএফবি, নিউজ ডেস্কঃ
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের বিরুদ্ধে বিজ্ঞাপন বাবদ সঠিক অর্থ না দেওয়ার অভিযোগ। একাধিপত্যের সুযোগ নিচ্ছে ডিজিটাল বিজ্ঞাপনের এই ‘সর্বময় কর্তা’। মার্কিন এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছে ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন(DNPA)। ডিএনপি-র এই অভিযোগের ভিত্তিতে গুগলের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল কম্পিটিশন কমিশন অব ইণ্ডিয়া(CCI)। ডিএনপি-র অভিযোগ, ডিজিটাল বিজ্ঞাপনে সিংহভাগ জায়গা দখল করে রেখেছে গুগল। আর সেই সুযোগে সংবাদ প্রকাশক সংস্থাগুলিকে কত টাকা দেওয়া হবে তা নিজেদের মর্জি মতো ঠিক করে মার্কিন এই তথ্য প্রযুক্তি সংস্থা। সিসিআই তদন্তকারী শাখা ডিরেক্টর জেনারেলকে দু’মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা করতে নির্দেশ দিয়েছে।
#StartupWithMC | India’s competition watchdog, the CCI opened a new antitrust investigation against #Google over alleged abuse of dominant position in news aggregation, following a complaint filed by the DNPA.@tsuvik reports athttps://t.co/D16IvpuNmr #GoogleIndia #CCI
— Moneycontrol (@moneycontrolcom) January 8, 2022