জুলাই 1, 2024
Latest:
স্থানীয়

তমলুকে পুজোর উদ্বোধক নিয়ে মতানৈক্য, নির্বাচন করে সমাধানের উদ্যোগ

এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ

ফিতে কাটা নিয়ে যে ভোটাভুটি করতে হবে কে জানত! কিন্তু সেটাই করতে হচ্ছে তমলুকের নিমতৌড়ি ভারত সঙ্ঘ ক্লাবকে। পুজোর উদ্বোধক নিয়ে যে মতানৈক্য তৈরি হয়েছে ক্লাবের অভ্যন্তরে তা প্রশমিত করতে ভোটাভুটিই একমাত্র পন্থা বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের একটা অংশ চাইছে, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র পুজোর ফিতে কাটুন। অন্য একটি অংশের আবার দাবি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্বোধন করুন পুজোর। কেউ কেউ আবার তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর নামও বলেছেন। ভারত সঙ্ঘের পুজোর এবার ১৪ তম বছর ৷

নিজস্ব চিত্র

জানা গিয়েছে, এই পুজোর শুরুতে অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন একদা সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ। এবারও তিনি পুজোর মধ্যে একদিন ভারত সঙ্ঘের মণ্ডপে যাবেন। কিন্তু উদ্বোধন নিয়েই যাবতীয় জট পেকেছে। গতবার রামকৃষ্ণ মিশনের মহারাজ উদ্বোধন করে ছিলেন। বেশ কয়েকবার ফিতে কেটে ছিলেন শুভেন্দুও। যদিও তখন তিনি তৃণমূলে ছিলেন। ক্লাবের সভাপতি শত্রুঘ্ন জানা আবার স্থানীয় তৃণমূলের নেতা। তিনি চান না শুভেন্দুর হাতে কাঁচি উঠুক। আবার বিজেপি পন্থী সমর্থকরা চান শুভেন্দুকে।
একটা সময়ে জেলায় জেলায় ক্লাব গুলোতে ছিল সিপিএমের আধিপত্য। স্থানীয় এলসিএম, জেডসিএম-রা পুজোয় অঞ্জলি না দিলেও কমিটিতে মাতব্বরি করা ছাড়তেন না। পরে তা তৃণমূলের ছত্রচ্ছায়ায় চলে যায়। ইদানিং কিছু জায়গায় বিজেপির সংখ্যাও বেড়েছে। ভারত সঙ্ঘ তেমনই। এখন দেখার মঙ্গলবার ভোটাভুটিতে কী হয়, কার হাতে ওঠে উদ্বোধনের কাঁচি।