সপ্তাহের শুরুতেই বিপত্তি, মা উড়ালপুলে আগুন

এনএফবি, কলকাতাঃ

সপ্তাহের প্রথম কাজের দিনের শুরুতেই বিপত্তি। কলকাতার ব্যস্ততম মা উড়ালপুলে অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়াল। আগুন দেখেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পর পর একাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে ফ্লাইওভারে। যার জেরে যানজটের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা নাগাদ আগুন দেখতে পাওয়া যায় মা ফ্লাইওভারের উপর। ওইসময় ফ্লাইওভারের উপরে থাকা গাড়ির যাত্রীদের মধ্যে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পর পর একাধিক গাড়ি দাঁড়িয়ে পড়ে। তীব্র যানজটের সৃষ্টি হয়। দমকল সূত্রে জানা গিয়েছে, ফ্লাইওভারের উপর একটি আবর্জনার স্তূপে এই আগুন লাগে। প্রায় ঘণ্টাখানেক ধরে আগুন জ্বলছে বলে খবর। যদিও ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে রয়েছে ট্র্যাফিক পুলিশের আধিকারিকরা। যানজট নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অফিস টাইমে এই বিপত্তি ঘটনায় ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।