জুলাই 8, 2024
Latest:
জেলা

জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের আবাসন নির্মাণ ঘিরে অসন্তোষ

এনএফবি, জলপাইগুড়িঃ

গতকালকের পর আজকেও জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের আবাসন তৈরির কাজে বাধা দিয়ে অবস্থান বিক্ষোভে শামিল জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার ফার্মাসি কলেজের মাঠে মেডিক্যাল কলেজের আবাসন নির্মাণের কাজ বন্ধ করার দাবিতে সরব হয়েছেন ছাত্র ছাত্রীরা। ছাত্র ছাত্রীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও শিক্ষকেরাও। একই ভাবে বুধবার সকাল থেকেও অবস্থান বিক্ষোভ চলছে। কাজে বাধা দেওয়া হচ্ছে। ব্যাপক উত্তেজনা ছড়াচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে এসেছে।

নিজস্ব চিত্র

এই বিক্ষোভ নিয়ে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের দাবি, ফার্মাসি কলেজ ও মেডিক্যাল কলেজ স্বাস্থ্য শিক্ষা দফতরের অধীনে। স্বভাবতই উদ্ভূত সমস্যার দ্রুত সমাধান করা হচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, ফার্মাসি কলেজকে ধ্বংস করে মেডিক্যাল কলেজের আবাসন নির্মাণ মেনে নেওয়া যায়না । কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উত্তম শর্মা বলেন, “আমরা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের বিরুদ্ধে নই। আমরাও চাই মেডিক্যাল কলেজ গড়ে উঠুক। তবে আমাদের অন্ধকারে রেখে কলেজের মাঠে যেভাবে নির্মাণ কাজ চলছে তা মেনে নিতে অসুবিধে হওয়াটাই স্বাভাবিক।” মেডিক্যাল কলেজের এমএসভিপি কল্যাণ খান বলেন, ” দুই কলেজের মাঝে কোনও ভুল বোঝাবুঝি যাতে না হয় তা দেখা হচ্ছে। “

নিজস্ব চিত্র