কোচবিহারে ‘শতবর্ষে সত্যজিৎ’ বিষয়ে আলোচনা সভার আয়োজন

এনএফবি,কোচবিহারঃ

আগামী ৩১ জুলাই সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষ্যে আলোচনা ও তথ্য চিত্র প্রদর্শনী আয়োজন করবে বলে জানালেন কোচবিহার এমজেএন ক্লাব। বৃহস্পতিবার কোচবিহার প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে জানান ক্লাবের কনভেনার শুভেন্দু চৌধুরী।

তিনি জানান, আগামী ৩১ জুলাই মহারাজা জীতেন্দ্র নারায়ণ এমজেএন ক্লাবের পক্ষ থেকে কোচবিহারে উৎসব অডিটোরিয়ামে বিকেল পাঁচটা নাগাদ ‘শতবর্ষের সত্যজিৎ’এর উপর ভিত্তি করে সত্যজিৎ রায়ের সমস্ত জীবনী নিয়ে আলোচনা করা হবে।

নিজস্ব চিত্র

এছাড়াও ওই দিন সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্র, বই এবং তাঁর মহান অস্কার কার্যক্রমের বিষয়বস্তু তুলে ধরা হবে বলে জানান এম. জে.এন ক্লাবের কর্তৃপক্ষরা। পাশাপাশি শুভেন্দু বাবু আরও বলেন, কোচবিহার এমজেএন ক্লাব বরাবরই খেলাধূলার উপর জোর দেয় এবং শিশুদের জন্য পাঁচটা কোচিং ক্যাম্প চালাছে ৷ তাদের তত্ত্বাবধানে ফুটবল, টেনিস ব্যাডমিন্টন, ক্রিকেট এবং বাস্কেটবল প্রভৃতি খেলাধূলার কোচিং ক্যাম্প চালানো হচ্ছে ।