জুলাই 8, 2024
Latest:
জেলা

ঝাড়গ্রামে জীবন হাব প্রকল্প নিয়ে আলোচনা

এনএফবি, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লী এলাকায় পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ কেন্দ্রে জীবন হাব প্রকল্প তৈরি নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র,মাঝারি ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো,অধ্যাপিকা অঞ্জনা মাহাতো, সায়ন চক্রবর্তী,তেজময় পাল,অশোক মহাপাত্র সহ আরও অনেকে। ওই আলোচনায় সভায় অংশগ্রহণ করেছিলেন ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের প্রতিনিধিরা।এছাড়াও উপস্থিত ছিল বেকার যুবক ও যুবতীরা।

আলোচনা সভায় রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন কর্মসংস্থানের জন্য জীবন হাব প্রকল্প তৈরি করা হবে। এই জীবন হাব প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য একটি বেসরকারি সংস্থা সহযোগিতা করবে। যাতে গ্রামের বেকার যুবক ছেলে মেয়েদের জীবন হাব প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে । এই প্রকল্পটি ঝাড়গ্রাম জেলার প্রতিটি অঞ্চলের পাশাপাশি প্রতিটি ব্লকে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে । ধাপে ধাপে ঝাড়গ্রাম জেলার আটটি ব্লকের প্রতিটি অঞ্চলে এই প্রকল্প চালু করা হবে। প্রতিটি অঞ্চলে দশ থেকে বারো জন জীবন হাব প্রকল্পে যুক্ত থেকে কাজ করতে পারবে। তাই কিভাবে এই প্রকল্প টি চালু করা হবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়। যারা ওই প্রকল্পের কাজ করবে তাদের কি কি করতে হবে তা বিস্তারিত ভাবে জানানো হয়। এই উদ্যোগ আগামী দিনে এই এলাকার যুব সমাজকে কর্মসংস্থানের দিশা দেখাবে বলে তিনি জানান। সেই সঙ্গে বেকার যুবক ও যুবতীরা জীবন হাবে কাজ করে নিজেরাই স্বনির্ভর হতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।