জুলাই 5, 2024
Latest:
রাজ্য

অসন্তুষ্ট প্রধান বিচারপতি

এনএফবি, কলকাতাঃ

রাজ্যে একাধিক ধর্ষণের মামলায় এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল আদালত। ধর্ষণ এবং গণধর্ষণ মামলায় সকল নির্যাতিতা এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে এই ধরণের ঘটনা প্রতিদিন সামনে আসায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি।
মঙ্গলবার হাইকোর্টে পাঁচটি ধর্ষণ এবং গণধর্ষণ মামলার শুনানিতে নির্যাতিতাদের নিরাপত্তা এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। নেত্রা, নামখানা, পিংলা, শান্তিনিকেতন ও ময়নাগুড়ি ধর্ষণ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের। পাশাপাশি পাঁচ ধর্ষণ মামলায় আলাদা আলাদা করে কেস ডায়েরি পেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। মামলা গুলির পরবর্তী শুনানি হবে আগামী ২২ এপ্রিল।
এ দিন শুনানি চলাকালীন প্রধান বিচারপতি কার্যত অসন্তোষ প্রকাশ করেন। রাজ্যের তরফে আর্টনি জেনারেল জানান, প্রতিদিন এই ধরনের বিষয় নিয়ে মামলা শুরু হওয়ায় তিনি একেবারেই খুশি নন। এই প্রসঙ্গেই তিনি আদালতকে জানান, নির্যাতিতা এবং ঘটনার সাক্ষীদের যথাযথ নিরাপত্তা দেওয়া হচ্ছে।