জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

নয়াগ্রামে চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার

এনএফবি, ঝাড়গ্রামঃ

গ্রামেগঞ্জে চোলাই মদের রমরমা ব্যবসা নিয়ে একাধিকবার সরব হয়েছে গ্ৰামবাসীরা।খবরের জেরে ফের হানা দিয়ে অবৈধ চোলাই মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতরের কর্মীরা। নয়াগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করেছে আবগারি দফতর ও নয়াগ্রাম থানার পুলিশ ৷

জানা গেছে ,শুক্রবার অভিযান চালানো হয় নয়াগ্রাম ব্লকের ভালুকবাসা ,রাঙ্গামাটি সহ নয়াগ্রামের বিস্তীর্ণ এলাকায়। আবগারি দফতরের এক আধিকারিক জানান, বেআইনিভাবে মদ তৈরির করার অভিযোগ পেয়ে ওই গ্রামগুলিতে গিয়ে ৫০০ লিটার চোলাই মদ ও ২ হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে নষ্ট করে দেওয়া হয়েছে। কোথাও চোলাই মদ ভর্তি পাত্র, কোথাও বা হাঁড়ি বোঝাই গুড় মেলে।সব কিছু ফেলে দিয়ে নষ্ট করে দেয় আবগারি দফতর ও নয়াগ্রাম থানার পুলিশ। আবগারি দফতর সূত্রে জানা গেছে, অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ উদ্ধার করা হয়েছে । চোলাই মদের বিরুদ্ধে আফগারি দফতরের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় ।তবে পুলিশকে সঙ্গে নিয়ে আবগারি দফতরের কর্মীরা ওই এলাকায় অভিযান চালাতে গেলে চোলাই মদ ব্যবসায়ীরা পালিয়ে যায় ।যার ফলে কাউকে পুলিশ আটক করতে পারেনি। সেই সঙ্গে শুক্রবার চোলাই মদের ঠেক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে আবগারি দফতরের পক্ষ থেকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিনিয়ত এই এলাকায় মদ খেয়ে গন্ডগোলের ঘটনা ঘটে ।আফগারি দফতরের পক্ষ থেকে যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করে তাহলে এই এলাকার বাসিন্দারা কিছুটা হলেও শান্তিতে বসবাস করতে পারবে।

আরও পড়ুনঃ দুর্গাপুর স্টিল প্ল্যান্টে গ্যাস লিক, মৃত ৩ ,ট্রেনের ধাক্কায় রেলকর্মীর মৃত্যু