জুলাই 8, 2024
Latest:
রাজ্য

হিলি স্থলবন্দরে অপেক্ষার অবসানের ইঙ্গিত জেলা শাসকের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দীর্ঘদিন আর লাইনে দাড়িয়ে থাকতে হবে না পণ্যবাহী ট্রাক চালকদের। আটকে থাকার সময় কমাতে হিলি স্থলবন্দরে শুরু হতে চলেছে স্লট বুকিং সিস্টেম। রপ্তানিকারীরা স্লট বুকিংয়ের মাধ্যমে সরাসরি মালবাহী গাড়ি পাঠিয়ে দিতে পারবে বাংলাদেশে। রাজ্যের তরফে জেলা প্রশাসনের কাছে নির্দেশ আসতেই তা কার্যকরী করতে শুরু হয়ে গেছে প্রস্তুতি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে রফতানিকারিরা এখন থেকে সরকারি একটি ওয়েবসাইটে গিয়ে স্লট বুকিং করতে পারবেন। তাদের গাড়ি যাবতীয় তথ্য চালান দিয়ে স্লট বুকিং করতে হবে, প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যা গাড়ি ছাড়া হবে। কবে কত স্লট ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে উল্লেখ থাকবে। সেই মতো বুকিং হবে। স্লট অনুযায়ী গাড়ি সরাসরি টার্মিনাস হয়ে নির্দিষ্ট দিনে বাংলাদেশে পৌঁছে যাবে। এই জন্য প্রতি গাড়িতে প্রায় ১০ হাজার টাকা দিতে হবে। এই টাকা দিলে আর কোন অতিরিক্ত পার্কিং চার্জ টার্মিনাসে দিতে হবে না। দেশের যেকোন প্রান্ত থেকে ব্যবসায়ীরা স্লট বুক করে হিলি দিয়ে পণ্যরপ্তানি করতে পারবে।
এই প্রসঙ্গে জেলাশাসক বিজিনকৃষ্ণ জানিয়েছেন পরিবহন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে ভিডিও কনফারেন্সে মিটিং হয়েছে সেখানে তিনি নির্দেশ দিয়েছেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে যে পণ্যবাহী ট্রাক যায় সেই ট্রাকগুলি এখন থেকে স্লট বুকিং করে যাবে। খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া চালু হবে। এতে রপ্তানি বৃদ্ধি হবে গাড়ি আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না নির্দেশিকা পেলে আমরা প্রক্রিয়া চালু করে দেব।