জুলাই 8, 2024
Latest:
রাজ্যলেটেস্ট

এসএসসি মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

এনএফবি, কলকাতাঃ

এসএসসি মামলায় স্বস্তি পেলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চার সপ্তাহের জন্য তলব করতে পারবে না সিবিআই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট ঘিরে আইনজীবীদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি।

আগামী ১৩ মে এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত এসএসসি সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের সমস্ত নির্দেশিকায় স্থগিতাদেশ দিল বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপরি আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। আদালতের এ দিনের নির্দেশের ফলে আগামী ১৩ মে পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে তদন্ত কমিটি যেমন তদন্ত করছে তেমন করবে। বাগ কমিটি ইতিমধ্যেই উচ্চ আদালতে তাদের রিপোর্ট জমা দিয়েছে। এই কমিটির চেয়ার পার্সন পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু, আদালত আজ জানিয়ে দিল এই পদত্যাগ গ্রহণযোগ্য নয়। বাগ কমিটিই তদন্ত করবে। আপাতত সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ জারি থাকবে।
পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটকে ঘিরে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বুধবার সকাল থেকেই ১৭নং কোর্টের বাইরে বিক্ষোভ দেখান বয়কটের সমর্থক আইনজীবীরা। অনান্য আইনজীবীরা এজলাসে ঢুকতে গেলে বাধা দেওয়া হয়। মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ১৭ নং এজলাসের বাইরে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষুব্ধ আইনজীবীদের বিরুদ্ধে। একটা সময় বয়কটপন্থী আইনজীবীরা বিচারপতির এজলাসের মধ্যে ঢুকে পড়েন। এজলাস থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার আবেদন জানান তারা। পাল্টা বিচারপতি জানান,” গণতান্ত্রিক ব্যবস্থায় আমি সাংবাদিকদের বের করতে পারি না। সংবিধানে তারাও একটা অংশ। তারা সব সময় উপস্থিত থাকবে।“

আরও পড়ুনঃ পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ আদালতের