জুলাই 5, 2024
Latest:
ফিচারস্থানীয়

স্বাস্থ্যকর্মীকে চড় মারার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

এনএফবি,গঙ্গারামপুরঃ

হাসপাতালের এক অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে চড় মারার অভিযোগ উঠল কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছে অস্থায়ী স্বাস্থ্য কর্মীরা । আর এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্ত্বরে ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস।পরে অভিযুক্ত ডাক্তার কোয়েল বাগচী নিজের ভুল স্বীকার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মী তুলসী সিং। এদিন তার বৌদি সন্ধ্যা বালা সিং-কে জ্বর ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করাতে নিয়ে আসে। সেইসময়  ইমারজেন্সিতে কর্তব্যরত ছিলেন চিকিৎসক কোয়েল বাগচী। অভিযোগ বৌদির শারীরিক অসুস্থতার কথা বলার পাশাপাশি সিটি স্ক্যান করানোর কথা বলতেই অস্থায়ী ওই স্বাস্থ্যকর্মীকে চড় মারে কর্তব্যরত ডাক্তার কোয়েল বাগচী। বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই পুনরায় ওই স্বাস্থকর্মীকে চড় মারে চিকিৎসক কোয়েল বাগচী বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতির ডাক দিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে স্বাস্থ্যকর্মীরা। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়।বন্ধ হয়ে যায় ৫১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল।

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী।এরপর পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস।পরবর্তীতে অভিযুক্ত ডাক্তার কোয়েল বাগচী  নিজের ভুল স্বীকার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।