এনএফবি, মুর্শিদাবাদঃ
রবিবার অমাবস্যা উপলক্ষে মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত দোহালিয়া কালী মন্দির ভরে উঠলো ভক্ত সমাগমে। পৌষ মাসে প্রতিদিন বহু দর্শনার্থী দোহালিয়া কালী মন্দির প্রাঙ্গণে পূজা দেবার পাশপাশি পিকনিক করবার জন্যও উপস্থিত হয়। তবে রবিবার অমাবস্যা হওয়ার জন্য তুলনা মূলক ভাবে মানুষের জমায়েত ছিল কিছুটা বেশি।
কড়া পুলিশি নিরাপত্তায় রবিবার দোহালিয়া কালী মন্দির চত্বর মুড়ে ফেলা হয়েছিল, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য। পৌষ মাসে মন্দির সংলগ্ন এলাকায় এক মাস ব্যাপী মেলার আয়োজন হয়, ভ্রমণ পিপাসুরা তা উপভোগ করেন। দোহালিয়া মন্দির প্রাঙ্গণে শুধু মুর্শিদাবাদ জেলায় নয়, পার্শ্ববর্তী জেলারও বহু দর্শনার্থীর সমাগম হওয়ায় আসার আলো দেখছে এই মন্দিরকে কেন্দ্র করে জীবিকা নির্বাহকারীরা।