জুলাই 3, 2024
Latest:
রাজ্য

তৃণমূলের ফাঁদে পা দেবেন না,নন্দীগ্রামে বললেন শুভেন্দু

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বুধবার নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার সময় শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে ফাঁদ পাতার মন্তব্য করেন। এদিন বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে কেন্দ্রীয় বিধায়ক কার্যালয়ে দলীয় কার্যকর্তা ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল মাধ্যমে বক্তব্য শুনলেন শুভেন্দু অধিকারী।

বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সিকিম এবং নাগাল্যান্ডে লটারির দুর্নীতি কাণ্ড নিয়ে শোরগোল পড়ে যায় দেশ জুড়ে। সিকিম ও নাগাল্যান্ডে এনফোর্সমেন্ট ডাইরেক্টর অভিযান চালিয়ে ৪১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। পশ্চিমবঙ্গ স্টেট লটারি যেটা ছিল সেটা সম্পূর্ণ ভাবে বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা থেকে একটা বড় অঙ্কের কর পেত রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনের সময় দক্ষিণ ভারতের এক কোম্পানি ডিয়ার লটারি নামক কোম্পানিকে আমদানি করা হয়েছে, সেই সময় যারা ভোটের পরামর্শদাতা ছিলেন তারা আমদানি করেছে। এবং ২০০ কোটি টাকা তৃণমূল নিয়েছে। নাগাল্যান্ড সিকিমের ঘটনা স্পষ্ট প্রমাণ করে দিয়েছে এটা সম্পূর্ণ ভাবে একটা দুর্নীতি, যেখানে অনুব্রত মণ্ডল এক কোটি টাকা পেয়েছিল। সেই প্রসঙ্গ নিয়েও তিনি তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি।

বিজেপির ৪২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। নিজস্ব চিত্র

শুভেন্দু অধিকারী বলেন,” তৃণমূল ঠিক করে দেয় কে পাবে কে পাবে না, চাকরি নেই বাংলায় তাই এই লটারির সঙ্গে বেশ কিছু বেকার যুবকরা যুক্ত হয়েছে। আমি মনে করি এটি আরেকটা চিটফান্ডের মত স্কিম, তাই বিরোধী দলনেতা হিসেবে আমি সতর্ক করছি সাধারণ মানুষকে যে এই ফাঁদে পা দেবেন না। আমি এনফোর্সমেন্ট ডিরেক্টরদের বলবো নাগাল্যান্ড ও সিকিমের পাশাপাশি পশ্চিম বাংলায় অভিযান চালানো হোক এর সঙ্গে সম্পূর্ণভাবে।” তৃণমূলকে বিদ্ধ করে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুনঃ এসএসকেএম হাসপাতালে অনুব্রত