জুলাই 3, 2024
Latest:
ফিচারশিক্ষা ও কেরিয়ার

আমব্রেলা বানান জানে না- অথচ পাশের দাবিতে বিক্ষোভ

এনএফবি, বনগাঁঃ

আমব্রেলা বানান জানে না তবু পাশের দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের। বনগাঁরা কুমুদিনী স্কুল থেকে এবছর ২৬৯ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তাঁদের মধ্যে ৩৭ জন ফেল করেন। তাতেই চুড়ান্ত ক্ষুব্ধ পড়ুয়ারা সোমবার সকাল থেকে বনগাঁর বাটার মোড়ে স্কুলের সামনে রাস্তায় বিক্ষোভে বসে তারা। বিক্ষোভকারীদের দাবি-তাদের পাশ করিয়েই দিতে হবে। এরইমধ্যে সামনে আসে অপর এক ভিডিও যেখানে সংবাদ মাধ্যমের কর্মী বিক্ষোভকারী পড়ুয়াদের একজনের বাইট নেওয়ার সময় ইংরেজিতে আমব্রেলা বানান জিজ্ঞেস করতেই সাময়িক ভিরমি খায় ছাত্রীটি। তবে সামলে নিয়ে সাংবাদিক পাল্টা প্রশ্ন করে এটা করতেই তিনি কী এখানে এসেছেন?
পাশপাশি আরও একটি ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে এক ছাত্রীর মায়ের অভিযোগ, ওনার মেয়ে ইংরেজিতে মেসেজ করেন। অথচ মেয়ের সহপাঠীরা যারা বাংলায় মেসেজ করে তারা পাশ করলেও কেন তাঁর মেয়েকে পাশ করানো হয়নি। ক্যামেরার সামনে সেই মাকে রীতিমতো ক্ষুব্ধ হতে দেখা যায়।
এদিকে এই ভাইরাল ভিডিও দেখে রাজ্যের শিক্ষানুরাগী মানুষরা রীতিমতো বিস্মিত। তাঁদের প্রশ্ন কোথায় নেমেছে- শিক্ষার মান!

YouTube player