এনএফবি, কলকাতাঃ
দীর্ঘ ত্রিশ বছর পর কলকাতার রাস্তায় ফের ঐতিহ্যবাহী ডবল ডেকার বাসের দেখা মিলবে । চলবে সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ থেকে জোড়াসাঁকো পর্যন্ত। ভাড়া মাত্র পঞ্চাশ টাকা। যেকোনো জায়গা থেকে উঠলে বা নামলে একই ভাড়া গুনতে হবে যাত্রীদের।
এই ডবল ডেকার বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। দুর্গা পুজোয় বিশেষ আকর্ষণ বাড়াবে এই ডবল ডেকার বাস। ওপর নিচে মোট ২৬ জন বসার ব্যবস্থা আছে। এরমধ্যে নিচে ১৪ জন ও ওপরে ১২ জন। ওপরে ছাতা ও আছে বলে জানা গেছে।