জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

শীঘ্রই সংশয় কাটবে চাহারের আইপিএলে নামা নিয়ে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

চোট পাওয়া দীপক চাহারকে এবারের আইপিএল (ipl) এ দেখা যাবে কিনা! আগামী ৪৮ ঘন্টাতেই হয়ত তার ফয়সালা হতে চলেছে। চাহারের চোট সারার অপেক্ষায় চেন্নাই সুপার কিংস। এনসিএ-র তরফে তাঁর চূডান্ত ফিটনেস রিপোর্ট পাওয়ার পরই সমস্তরকম সিদ্ধান্ত নেবে চেন্নাই সুপার কিংস (csk) । যদিও দীপক চাহারকে এই মরশুমে পাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী চেন্নাই সুপার কিংস শিবির। এই মুহূর্তে চোট সারানোর জন্য এনসিএ -তে রিহ্যাব চালাচ্ছেন চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা অল রাউন্ডার দীপক চাহার।

গত মরশুম থেকেই আইপিএলের উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ তারকা দীপক চাহার। তাঁর হাত ধরে বহু ম্যাচ জিতেছে ধোনির দল। এছাড়াও বোলিংয়ের সঙ্গে ব্যাটিংয়েও চেন্নাইকে নানানভাবে সাহায্য করেছেন তিনি। সেই দীপক চাহারকেই এবার দলে ফেরানোর জন্য মরিয়া হয়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। মেগা নিলামের আগে দীপক চাহারকে ছেড়ে দিতে হলেও, শেষপর্যন্ত তাঁকে চোদ্দো কোটিতে নিজেদের দলে নেয় সিএসকে । চাহার নিলামের দরে টপকে গুরু ধোনির রেকর্ডও।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে ইডেন গার্ডেন্সে বোলিং করার সময়ই পায়ের পেশীতে টান ধরে তাঁর। এরপরই মাঠ ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। মাঠে নামতে পারেননি তিনি। এরপর শ্রীলঙ্কা সিরিজে তাঁকে দলে রাখা হলেও, এই চোটের জন্যই সেই সিরিজ থেকেও ছিটকে গিয়েছেন দীপক চাহার।
সেই থেকেই চিন্তা বাড়তে শুরু করেছিল চেন্নাই সুপার কিংসের। দীপক চাহারকে নিয়ে শুরু হয়েছিল কানাঘুঁসোও। আপাতত এনসিএ -তে রিহ্যাব চালাচ্ছেন তিনি। শোনাযাচ্ছে দীপক চাহার নাকি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু মাঠে নামার জন্য পুরোপুরি ফিট কিনা, তা নিয়ে এখনই কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে চেন্নাই সুপার কিংস তাঁকে নিয়ে এখনও আশাবাদী রয়েছে।

আইপিএলের আগেই বোর্ড এনসিএ -তে ফিটনেস ক্যাম্পের আয়োজন করেছে। সেখানেই সমস্ত ক্রিকেটারদের চূড়ান্ত ফিটনেসের রিপোর্ট দেওয়া হবে। দীপক চাহারের ভাগ্যও নির্ধারণ হবে সেখানে। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই দীপক চাহারের রিপোর্ট হাতে পাবে চেন্নাই সুপার কিংসও। এখনও পর্যন্ত চাহারের কোনও পরিবর্ত ঠিক করেনি চেন্নাই সুপার কিংস। চাহারকে নিয়ে আশাবাদীও রয়েছে তারা। কিন্তু চাহার যদি একান্তই খেলার মতো অবস্থায় না থাকে, সে জায়গায় কী হবে তা নিয়েই চলছে নানান জল্পনা।

গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন দীপক চাহার। সেই ম্যাচে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন তিনি। দল না জিতলও, তাঁর পারফরম্যাম্স মন জিতে নিয়েছিল সকলের। প্রাক্তন থেকে বিশেষজ্ঞদের মুখে ছিল তাঁর প্রশংসা। শুধু তাই নয়, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।