এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় তোলপাড় সারা রাজ্য, এই পরিস্থিতিতে এবার সেই পরিবারের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী বনশ্রী মাইতির সমর্থনে প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ তিনি বলেন এই খুনের ঘটনায় পুলিশ দায়ী ৷ মমতা ব্যানার্জির পুলিশ দায়ী, উপরতলার পুলিশ কর্তাদের বাঁচানোর জন্য নিচের তলার পুলিশদের বলির পাঁঠা বানানো হচ্ছে ৷
তিনি আরও বলেন আনিসের বাবা যদি আইনী লড়াই লড়েন তাহলে শুভেন্দু অধিকারী তাদের পাশে আছে, পাশাপাশি তিনি বলেন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে হাওড়া পুলিশের এসপি এবং অ্যাডিশনাল এসপি।