জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

বাদ দ্রাবিড়, কোচের দায়িত্বে ভিভিএস

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

২০২২ এশিয়া কাপ-এর জন্য টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের দলের সঙ্গে দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই করোনা পজিটিভ হয়ে যান রাহুল দ্রাবিড়। ফলে তিনি দুবাই যেতে পারেননি এবং দ্রাবিড় ভারতেই রয়েছেন। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রাক্তন ক্রিকেটার এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) প্রধান ভিভিএস লক্ষ্মণকে বড় টুর্নামেন্টের জন্য দুবাই পাঠিয়েছে। আপাতত টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে কাজ করবেন ভিভিএস লক্ষ্মণ।

জিম্বাবোয়ে সফরে গিয়ে দলের কোচের দায়িত্ব সামলে ছিলেন লক্ষ্মণ। জিম্বাবোয়ে সফরে কিছু খেলোয়াড়ও ছিলেন,যারা ২০২২ সালের এশিয়া কাপের অংশ ছিলেন। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে,রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হওয়ার কারণে ভিভিএস লক্ষ্মণ দুবাই পৌঁছেছেন। এমন অবস্থায় দলকে পথ দেখাতে প্রধান কোচের ভূমিকা পালন করতে পারেন এমন একজনের প্রয়োজন ছিল। লক্ষ্মণ হারারে থেকে ভারতে না এসে দুবাই-এ পৌঁছাবেন। এশিয়া কাপের অংশ নয় এমন একটি দল নিয়ে ভারতে আসেনি তিনি। এমন অবস্থায় তিনি যে দুবাই চলে গেছেন তা স্পষ্ট।