জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

কালচিনিতে পানীয় জলের সমস্যা, এলাকা,পরিদর্শনে সরকারি আধিকারিকরা

এনএফবি, আলিপুরদুয়ারঃ

গত দুদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট চলছে কালচিনি ব্লকের সাঁতালি আউট ডিভিশন চা বলয়ে। এই এলাকায় প্রায় হাজারের বেশি পরিবারের বসবাস।

গ্ৰামবাসীরা জানান, সম্প্রতি এখানে পি এইচ ই-র পক্ষ থেকে ঘরে ঘরে পানীয় জলের কানেকশন দেওয়ার কাজ চলছে। গ্ৰামবাসীদের অভিযোগ, কাজ ঠিকমত হচ্ছেনা। এলাকায় পুরাতন পানীয় জলের পাইপলাইন ছিল সেটা বর্তমানে জায়গায় জায়গায় ফেটে গিয়েছে। অভিযোগ নতুন পাইপ লাইনে কাজ করার কথা থাকলেও ঠিকাদার পুরাতন পাইপলাইনেই কানেকশন করেছে। এছাড়া এলাকায় নতুন পাইপ লাইন দিয়ে জল সরবরাহ চালু না করেই পুরাতন পাইপে জল সরবারহ বন্ধ করে দিয়েছে, এর ফলে এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে।

এই নিয়ে এলাকাবাসী বুধবার নিজেদের ক্ষোভ জাহির করে। গ্ৰামবাসীদের দাবি, যত দিন অবধি নতুন পানীয় জলের লাইনে জল সরবরাহ চালু না হচ্ছে ততদিন পুরাতন লাইন চালু থাকুক। আর নতুন যে কাজ হচ্ছে সেটা নিয়ম মাফিক কাজ হোক। পুরাতন পাইপ লাইন দিয়ে কাজ মানবে না গ্ৰামবাসীরা।

এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত রাজীব আনসারী জানান, গ্ৰামে দুদিন ধরে জলের সঙ্কট চলছে ৷ এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।

বুধবার ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন কালচিনির বিডিও, ব্লক প্রশাসনের আধিকারিকরা এবং পিএইচই -র ইঞ্জিনিয়াররা । গ্ৰামবাসীদের সমস্যা কথা শোনেন ৷ পিএইচই -র ইঞ্জিনিয়ার জানান, বর্তমানে পরীক্ষা মূলক ভাবে কাজ চলছে । কাজ নিয়মাবলী মেনেই করা হচ্ছে।

কালচিনির বিডিও জানান, পানীয় জলের সমস্যার শীঘ্রই সমাধান করা হবে।

পিএইচই-র ইঞ্জিনিয়ার
বিডিও কালচিনি