জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

পানীয় জলের সমস্যা অব্যাহত, বিক্ষোভ স্থানীয়দের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পাইক পাড়া গ্রামের সজল ধারা প্রকল্প চালু হয়েছে গত ছয় মাস আগে। কিন্তু ছয় মাস কেটে গেলেও এখনও জল সমস্যার সমাধান হয়নি এলাকাবাসীদের। এরপর গ্রামবাসীদের পক্ষ থেকে একাধিকবার প্রশাসনকে জানিয়ে এবং লাগাতার আন্দোলনের ফলে অবশেষে গত দুই-তিন দিন আগে চালু হয়েছে এই প্রকল্প। কিন্তু চালু হওয়ার দুই দিনের মধ্যেই পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় ফের সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের। ফলে ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীদের।

নিজস্ব চিত্র

বৃহস্পতিবার দুপুর নাগাদ কোলাঘাট জল প্রকল্পের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ, “তাদের পানীয় জলের সমস্যা এখনও পর্যন্ত সমাধান হয়নি, বারে বারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েও কোন সুরাহা মেলেনি, এমনকি এই প্রকল্পের কর্মকর্তাদের জানাতে গেলে তারা একের পর এক বাহানা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের। ফলে সমস্যার সমাধান হওয়া তো দূরের কথা আরও যেন সমস্যা দেখা দিয়েছে পানীয় জলের।” প্রায় ৩ ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ, যদিও এই প্রসঙ্গে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না বলেন, “এটা স্বাভাবিক জলের সমস্যা। খুব তাড়াতাড়ি সেই সমস্যা সমাধান হয়ে যাবে।” এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। অবশেষে পুলিশি আশ্বাস ও সভাপতির আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় এলাকাবাসীরা। তবে আগামী দিনে এই সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।