জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

কার্তিককে ব্যাট করানো নিয়ে মত প্রকাশ ডু প্লেসির

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দীনেশ কার্তিক চলতি আইপিএল ২০২২-এ বিস্ময়কর ফর্মে রয়েছেন এবং বিভিন্ন মহল থেকে প্রশংসা অর্জন করছেন। রবিবার (৮ই মে), সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা কার্তিকের মারকুটে মেজাজের শিকার হয়েছিলেন। আগ্রাসী ফিনিশার শেষের ওভারে চার-ছক্কার মালা পরিয়ে দেন বিপক্ষকে। একটি চার এবং চারটি ছক্কার সাহায্যে, ৩৬ বছর বয়সী মাত্র আট বলে অপরাজিত ৩০ রান করেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের নির্ধারিত ২০ ওভারে ১৯২/৩ তোলে।

তার প্রচেষ্টা ফলপ্রসূ হয় যখন আরসিবি ৬৭ রানের বিশাল জয় অর্জন করে। খেলা শেষ হওয়ার পর, আরসিবি অধিনায়ক ডু প্লেসি কার্তিকের আরেকটি অনবদ্য ইনিংসের জন্য ব্যাপক প্রশংসা করেছেন। এই মরশুমে উইকেটকিপার-ব্যাটার এমনই ফর্ম দেখিয়েছেন যে ডু প্লেসি এও ভেবেছিলেন যে তিনি অবসৃত আউট হয়ে কার্তিককে আগে ব্যাট করার সুযোগ করে দেবেন। ম্যাচ-পরবর্তী কথোপকথনে সেই কথা স্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক।

তিনি বলেন, “যদি সে (দীনেশ কার্তিক) এভাবে ছক্কা মারতে থাকে, আমরা তাকে যতক্ষণ সম্ভব ব্যাট করতে দিতে চাই। সে তার খেলার দিক দিয়ে পরিষ্কার। সত্যি কথা বলতে কী, আমি আউট হওয়ার চেষ্টা করছিলাম কারণ আমি খুব ক্লান্ত ছিলাম, এবং ডিকেকে ভেতরে নিয়ে আসতে চাইছিলাম। আমরা এমনকি চিন্তা করছিলাম – আমি নিজেই ‘অবসর নিচ্ছি’। এবং তারপর, আমাদের উইকেট পড়ল। ভালো ফর্মে আছে ডিকে। এটা একটা কঠিন উইকেট ছিল। অনেকেই তাদের প্রথম কয়েকটি বলে লড়াই করছিল।”