এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
ধীরে ধীরে জেলা সহ রাজ্যে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার দোকান্ডার ফুলের শহর ৷ জানা গেছে এই শহর ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত গোটা রাজ্যবাসীর কাছে ৷ ডিসেম্বর ও জানুয়ারি মাসে ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকের ঢল নামে এই শহরে ৷ তবে করোনার লাগাম ছাড়া সংক্রমণের ফলে সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে ১০ থেকে ২০ শে জানুয়ারি পর্যন্ত ফুলের উপত্যকাতে পর্যটকদের আসা নিষিদ্ধ করল পাঁশকুড়া থানা পুলিশ ৷
এ বিষয়ে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন রায় জানান, ইতিমধ্যেই এই মারণ ভাইরাস থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারকার্য চালাচ্ছি, যেহেতু এই সময়ে ফুলের শহর উপভোগ করতে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকে বহু পর্যটক আসেন তাদের সুরক্ষার কথা মাথায় রেখেই ১০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো এই শহর ৷ অন্যদিকে পাঁশকুড়া পুরসভার চেয়ারম্যানের গলায় শোনা গেল অন্য সুর ৷ তাদের এই সিদ্ধান্তে খুশি হলেও তিনি জানতেন না এই সিদ্ধান্তের কথা ৷ তাকে এ বিষয়ে কিছু জানানো হয়নি ৷ এমনটাই অভিযোগ করলেন তিনি ৷
তবে বেলাগাম সংক্রমণ রুখতে প্রশাসনের এই পদক্ষেপ প্রশংসার দাবি রাখে৷
মনোরঞ্জন রায়, সভাপতি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি৷ নিজস্ব চিত্র কৃষ্ণকান্ত শাসমল, পর্যটক ৷ নিজস্ব চিত্র