প্রথা মেনে বোধনেই সূচনা বড়ঞার ঘোষ হাজরা বাড়ির দুর্গা পূজা

এনএফবি, মুর্শিদাবাদঃ

শতাব্দী প্রাচীন প্রথা মেনে সোমবার বড়ঞা থানার পাঁচথুপি সিংহবাহিনী মন্দিরের বোধনের দিন থেকেই শুরু হলো দুর্গা পূজা। এদিন পুণ্যঘট ভরে হোম যজ্ঞের মধ্যে দিয়েই পূজার সূচনা হয়।

মন্দিরের সেবাইত পাঁচথুপি ঘোষ হাজরা পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ দিনের প্রথা মেনেই সিংহবাহিনী ও মা দুর্গার পূজার সূচনা হয় বোধনের দিন থেকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। সিংহবাহিনী দুর্গামন্দিরের এই দুর্গা পূজাকে কেন্দ্র করে ঘোষ হাজরা পরিবারের সদস্যদের পাশাপাশি পাঁচথুপির গ্রামবাসীরাও সারা বছর দুর্গা পূজার অপেক্ষায় থাকেন। চিরাচরিত প্রথা অনুযায়ী ঘোষ হাজরা পরিবারের দুর্গা পূজা শুধু ঘোষ হাজরা পরিবারের ঐতিহ্য নয় পাঁচথুপি বাসীর আবেগ বলাই চলে।