জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

সুভাষকে স্মরণ ইস্টবেঙ্গলের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণ সভায় আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ। প্রয়াত সুভাষ ভৌমিকের নামে ইস্টবেঙ্গল ক্লাবে নিজস্ব স্পোর্টস ক্লিনিক করা হবে। নার্সারি লিগে আইএফএ বিচারে সেরা ফুটবলারকে ইস্টবেঙ্গল দিবসে সুভাষ স্মৃতি পুরস্কার দেওয়া হবে। এছাড়াও ক্লাবের কর্তা প্রয়াত পল্টু দাস ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা ভৌমিকের হাতে। স্মরণ সভা মঞ্চেই এই চেক তুলে দেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম। একই সঙ্গে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়াত সুভাষ ভৌমিকের নামে একটি উদ‍্যান তৈরি করা হবে বলে মেয়র জানিয়েছেন। এদিন প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণ সভায় শামিল হয়েছিলেন এক ঝাঁক ফুটবলার। ভাস্কর গাঙ্গুলি,মনোরঞ্জন ভট্টাচার্য থেকে বিদেশ বসু, আই এম বিজয়নরা। ছিলেন কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক দেবাশিস কুমার। ছিলেন সঙ্গীত জগতের পন্ডিত অজয় চক্রবর্তী, রূপঙ্কর বাগচি। শুরু থেকেই ছিলেন এআইএফএফের সহ সভাপতি সুব্রত দত্ত, আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। মোহনবাগানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সত‍্যজিৎ চ‍্যাটার্জি।

বিশাল মঞ্চে ছিল সুভাষ ভৌমিকের প্রমাণ সাইজের ছবি। মঞ্চের মাঝখানে লেখা “ফুটবল যতদিন,সুভাষ ততদিন”। প্রয়াত সুভাষকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের একগুচ্ছ প্রকল্প ঘোষণা প্রমাণ দেয় সত‍্যি হয়তো “ফুটবল যতদিন,সুভাষ ততদিন”।

আরও পড়ুনঃ সুনীলকে টপকে আইএসএল’র সর্বোচ্চ গোলদাতা ওগবেচে