জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ইমামির সঙ্গে চুক্তিবদ্ধ ইস্টবেঙ্গল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অবশেষে চুক্তিবদ্ধ হল ইমামি ও ইস্টবেঙ্গল। দু’পক্ষের মধ্যে চুক্তি সই সম্পন্ন হল। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে ‘ইমামি ইস্টবেঙ্গল’ নামে ক্লাব পরিচিতি পাবে। আইএসএলের ক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসি নাম ব্যবহার করা হবে বলে সূত্রের খবর। নতুন সংস্থার নাম হল ‘ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড’। ইমামি গ্রুপের কর্তা আদিত্য আগারওয়াল, মণীশ গোয়েঙ্কা, সন্দীপ আগারওয়ালদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে হাজির ছিলেন ক্লাব সচিব কল্যাণ মজুমদার, শীর্ষকর্তা দেবব্রত সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা।

আদিত্য আগরওয়াল জানান,” ইস্টবেঙ্গল মানে আবেগ। অতীতেও এই ক্লাবের সঙ্গে ছিলাম ফের আমরা এই ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে গর্বিত। ইমামি মানে বিশ্বাস আর এই বিশ্বাস দিচ্ছি আমরা ক্লাবের সঙ্গে সবসময় থাকবো। হয়ত দলগঠনে দেরি হয়েছে কিন্তু কথা দিলাম আমরা সেরা দল করার চেষ্টা করব। সমর্থকদের বলবো আমাদের পাশে থাকুন ভালো খারাপ সবসময়। ইস্টবেঙ্গলের আমাদের দরকার আমরা সবসময় পাশে থাকবো।”

আদিত্য আগরওয়াল আরো জানালেন, ” পারফরমেন্স আমাদের হাতে নেই। তবে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার জানালেন, “ইমামির পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। ওদের ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। উনাদের ব্যবসা আরও বাড়ুক আর তার কিছু বিন্দু আমাদের মধ্যে ছড়িয়ে দিক।”

ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক প্রশান্ত বন্দোপাধ্যায় জানালেন,” প্রতীক্ষার অবসান হলো। এই সম্পর্ক যেন টিকে থাকে। অতীতে কী হয়েছে দলের খারাপ পারফরমেন্স যেন আমরা ভুলে যাই। সমর্থকেরা যেন সবসময় পাশে থাকে। শেষ মিনিট অবধি লড়াই করতে হবে হারার আগে হারব না।” ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন,” এই হোটেল আমাদের কাছে খুব লাকি। এখানেই কিংফিশারের সঙ্গে আমাদের চুক্তি হয় তাই প্রথমেই আমি এখানে বলি চুক্তি হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই উনার হস্তক্ষেপের জন্য। আমাদের অনেক অপশন ছিল কিন্তু মুখ্যমন্ত্রী মনে করেছিলেন ইমামিই আমাদের জন্য ভালো হবে। উনাকে ধন্যবাদ।” আপাতত বোর্ড মেম্বারে ইমামির ৭ জন আর ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ৩ জন থাকবে বলে জানা যায়।