জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ইমামির সঙ্গে গাঁটছড়া বাঁধলো ইস্টবেঙ্গল, মধ্যস্থতায় মমতা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ফের ত্রাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার সৌজন্যেই আসন্ন আইএসএলে নামবে লাল হলুদ ব্রিগেড। বুধবার নবান্নে ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রপের গাঁটছড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজেই ।বুধবার নবান্নে ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মমতার প্রস্তাবেই ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে রাজি হয়ে যায় ইমামি গ্রুপ। মুখ্যমন্ত্রী এদিন জানান , “আজ দু’পক্ষই আমার এখানে চা খেতে এসেছিল। দু’পক্ষই রাজি হয়েছে। যার ফলে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার যে সমস্যা হচ্ছিল, সেই সমস্যা মিটে যাবে।” ইমামি গ্রুপকে ক্লাবে স্বাগত জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। এভাবে ক্লাবের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা। তিনি বলেন,”মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। শুধু ইনভেস্টর নয়, যেভাবে ক্লাবের সব কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত থাকেন, সেটা বাংলার আর কোনও মুখ্যমন্ত্রী ভাবেনি। আমি ইমামি গ্রুপকেও ধন্যবাদ জানাব। এবং আশা করব আগামী দিনে আমাদের ক্লাব ইমামির সাহায্যে সাফল্য পাবে।”
প্রসঙ্গত শ্রী সিমেন্ট’স ২০২০ সালে মুখ্যমন্ত্রীর হাত ধরেই ক্লাবে আসে। কিন্তু দুই পক্ষের সম্পর্ক মধুর হয়নি। ইস্টবেঙ্গল ও খুব খারাপ পারফরমেন্স করে গত দুই মরশুমে আইএসএলে। এবার দেখার ইমামির সঙ্গে শতবর্ষ প্রাচীন ক্লাবের মধুচন্দ্রিমা কতদিন টেকে!