জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

এফসি গোয়ার এক ফুটবলারকে নিতে চলেছে ইস্টবেঙ্গল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

কাটতে চলেছে চুক্তিজট। হাতে গোনা কয়েকদিনের মধ্যেই সই পর্ব মিটে যেতে পাড়ে ইমামি ও ইস্টবেঙ্গলের। তার পরই একের পর এক ফুটবলারকে সই করানো হবে। এই পরিস্থিতিতে বেশ কিছু ফুটবলারের সঙ্গে পাকা কথা বলা হয়ে গিয়েছে। আবার বেশ কিছু ফুটবলারের সঙ্গে কথাবার্তা চলছে। দল বদলের বাজারে যখন অধিকাংশ ক্লাব গুলো একের পর এক চমক দেখাচ্ছে তখন নিঃশ্চুপ থেকেই আসন্ন মরশুমের দল গঠনের কাজ চালাচ্ছে লাল হলুদ ব্রিগেড।

শোনা যাচ্ছে, এফসি গোয়ার রক্ষণভাগের ফুটবলার আইবানবা ডোলিং’কে দলে পেতে আগ্রহী লাল হলুদ শিবির। শিলং লাজংয়ের এই ইউথ প্রোডাক্ট মেঘালয়ের বাসিন্দা। পরবর্তী সময়ে তিনি চলে যান টাটা ফুটবল অ্যাকাডেমিতে। সেখানে নজরকাড়া ফুটবল খেলার পর বিভিন্ন আইলিগের ক্লাব তাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরবর্তী সময়ে ২০১৯ সালে মেঘালয়ের এই ডিফেন্ডার এফসি গোয়ার সাথে চুক্তিবদ্ধ হন। ২৬ বছর বয়সী এই রক্ষণভাগের ফুটবলার ইতিমধ্যেই গোয়ার জার্সিতে ২৫টি ম্যাচ খেলে ফেলেছেন। রয়েছে ১টি গোলও। গোয়ার হয়ে ডুরান্ড কাপ জেতা এই ফুটবলার’কে পেতে বর্তমানে এফসি গোয়ার সাথে প্রাথমিক স্তরের কথা বার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে ডিলং নিজেও আগ্রহী ইস্টবেঙ্গলে খেলার বিষয়ে। ইস্টবেঙ্গলের তরফে দাবি করা হয়েছে, ফুটবল বোর্ডে লগ্নিকারী সংস্থার ৭ জন এবং ৩জন ক্লাব সদস্যকে রাখতে হবে ৷ ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্ত এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার বোর্ডে থাকছেন, তা নিশ্চিত ৷ যদি, তিনজনের থাকার সিদ্ধান্ত হয়, তাহলে রূপক সাহা থাকবেন ৷ অন্যদিকে, বৃহস্পতিবারের ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠকে শক্তিশালী হকি, অ্যাথলেটিক্স ও ক্রিকেট দল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়া ক্লাবের শতবর্ষের শেষভাগের অনুষ্ঠান জমকালোভাবে করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবকর্তারা। অরিজিৎ সিংকে আনার পরিকল্পনাও নেওয়া হয়েছে।