জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

শহরে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশী

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গলের বিদেশি কারালাম্বোস কিরিয়াকু। এদিন সকালে তিনি পা রাখলেন বাংলায়। ইস্টবেঙ্গল জার্সিতে নিজেকে মেলে ধরতে মরিয়া তিনি। শনিবারই অনুশীলন শুরু করে দেবেন তিনি।

প্রসঙ্গত শুক্রবার ইভান গঞ্জালেজসহ আরও চার বিদেশির নাম ঘোষণা করে ইস্টবেঙ্গল। নিঃসন্দেহে ডুরান্ডের বড় চমক বলাই যায়। দলে নেওয়া বিদেশিদের মধ্যে যেমন আইএসএলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন বিদেশী রয়েছে, ঠিক তেমনই দুই নতুন ফুটবলারও রয়েছেন। তবে প্রত্যেকের চূড়ান্ত কাগজপত্রে সই এখনও বাকি।

ইমামির সঙ্গে চুক্তির আগেই এফসি গোয়ায় খেলা স্প্যানিশ রক্ষণভাগের ফুটবলার ইভান গঞ্জালেজকে নিশ্চিত করে রেখেছিল ইস্টবেঙ্গল শিবির। গত দুই মরশুমে এফসি গোয়ার হয়ে নিয়মিত খেলেছেন ইভান। ৪২টির মধ্যে ৩৬টি ম্যাচেই খেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার গত বছর ডুরান্ড কাপও জিতেছেন। এছাড়া আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে অ্যালেক্স লিমা এবং ক্লেটন সিলভার। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার লিমা বিগত দুই মরশুমে জামশেদপুর এফসি-র হয়ে ৪২ ম্যাচের মধ্যে ৪১টি ম্যাচ খেলেছেন। লিমার স্কিল এবং পাস বাড়ানোর ক্ষমতা সকলেরই জানা। ২০২১-২২ মরশুমে জামশেদপুরের হয়ে জিতেছেন লিগ উইনার্শ শিল্ডও। অপরদিকে, ৩৫ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেটন বিগত দুই মরশুম ধরে বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএলে খেলেছেন। ৩৭ ম্যাচে রয়েছে তাঁর ১৬টি গোল এবং ৭টি আসিস্ট। তাইল্যান্ডে দীর্ঘ দিন খেলার অভিজ্ঞতা রয়েছে। প্রথম বিদেশি ফুটবলার হিসাবে তাইল্যান্ডের ঘরোয়া লিগে ১০০টি গোল করেছেন।

অন্যদিকে, নতুন দুই বিদেশী হলেন কারালাম্বোস কিরিয়াকু এবং এলিয়ান্দ্রো। ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রোর বহু ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। লিথুয়ানিয়া এবং মাল্টার বিভিন্ন ক্লাবের হয়ে ঘরোয়া লিগ জিতেছেন তিনি। এ ছাড়া তাইল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলেছেন। গত দুই মরশুমে ২৩টি গোল করেছেন তিনি। সামুত প্রাকান সিটি থেকে যোগ দিচ্ছেন ইমামি ইস্টবেঙ্গলে এবং ৩২ বছর বয়সী সাইপ্রাসের রক্ষণভাগের ফুটবলার কিরিয়াকু জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। সাইপ্রাসের ঘরোয়া লিগে প্রায় সব ট্রফি জিতেছেন তিনি। আপোলন লিমাসল, ওমোনিয়া, আচনাসের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।