জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ওগবেচের জন্য ঝাঁপাছে ইস্টবেঙ্গলও

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

গত দুই মরশুম ধরে যে ভুলটি করেছিল ইস্টবেঙ্গল শিবির, সেই ভুল শুধরে এখন থেকেই দলে খেলোয়াড়দের সই করাতে আসরে নেমে পড়লেন কর্তারা। গত দুই বছর শেষ মুহূর্তে দল গঠন করার ফলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হল লাল-হলুদ শিবির। ফলস্বরুপ আইএসএলের দুই বছর খেলে একবার অষ্টমস্থানে এবং একবার একাদশস্থানে শেষ করে লাল-হলুদ দল। তাই আসন্ন মরশুমের জন্য ইতিমধ্যেই দল গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা।

ইতিমধ্যেই একাধিক বেঙ্গল দলের খেলোয়াড়কে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। এবার অষ্টম আইএসএলের সর্বোচ্চ গোলদাতা বার্তোলোমেউ ওগবেচেকে আগামী মরশুমের জন্য দলে নিতে মাঠে নামল কর্তারা। সূত্রের খবর, নাইজেরীয়ান এই স্ট্রাইকারের সঙ্গে কর্তাদের কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে লাল-হলুদ কর্তাদের। তবে চূড়ান্ত এখনও কিছুই হয়নি। ২০২১-২২ মরশুমে হায়দ্রাবাদ এফসির জার্সিতে ২০ ম্যাচে রয়েছে তাঁর ১৮টি গোল । মুলত তাঁর এই দুরন্ত পারফরমেন্সের সুবাদেই হায়দ্রাবাদ চ্যাম্পিয়ন হয়েছে। ওগবেচেকে দলে নিতে আগ্রহী এটিকে মোহনবাগানও। চলতি মাসের শেষের দিকেই স্পষ্ট হয়ে যেতে পারে যে, আগামী মরশুমে কোন দলের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন এই নাইজেরীয় তারকা। উল্লেখ্য, গত মঙ্গলবার ইস্টবেঙ্গলকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিয়েছে শ্রী সিমেন্ট। ক্লাবের তরফে গত বুধবার (১৩ এপ্রিল) সাংবাদিক সম্মেলনে এটুকু পরিষ্কার করে দেওয়া হয় যে আগামী মরশুমে isl খেলবেই ইস্টবেঙ্গল। পাশপাশি ১৪-১৫ দিনের মধ্যেই নতুন বিনিয়োগকারী সংস্থার নাম ঘোষণা করবে ক্লাব কর্তারা। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের নতুন লগ্নিকারী এখন চূড়ান্ত না হওয়ায় বিদেশি ফুটবলাররা চুক্তিতে সই করার ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছেন।এখন স্পোর্টিং রাইটস ক্লাবের হাতেই সেই কারণে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-র কাছে আবেদন জানানো হয়েছে, এখন থেকে ফুটবল সংক্রান্ত যাবতীয় বিষয়ের ক্ষেত্রে যেন ‘ইস্টবেঙ্গল ক্লাব’ বলে উল্লেখ করা হয়।

এছাড়া এদিন কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ক্লাবের পরিচালনায় কর্পোরেট জগতের বিশিষ্ট ব্যক্তিদের কার্যকরী কমিটিতে আনা হবে । এ ছাড়া ক্লাব তাঁবুতে সদস্যদের জন্য রেস্তোরাঁ চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যা খুব তাড়াতাড়ি শুরু হবে।