ফের আশ্বাস, আগামী সপ্তাহে প্রথমদিকে সই হবে জানালেন দেবব্রত

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ফের একবার চুক্তি বিষয়ে ইস্টবেঙ্গলের প্রতিশ্রুতি ফলাফল কী হবে সেটা কেউ জানে না। এদিন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানালেন,” আমরা বৃহস্পতিবার এবং আজ শনিবার চুক্তি পত্রের যেটা পেয়েছি সেটা দেখে ওদের ছেড়ে দিয়েছি ওদের (ইমামি গোষ্ঠী )। আমরা চেষ্টা করব পরের সপ্তাহে প্রথমদিকে যাতে সই হয়ে যায়। উনারাও চেষ্টা করছেন পরের সপ্তাহে প্রথম দিকে যাতে সই হয়ে যায়। তেমনই আমাদের সঙ্গে কথা হয়েছে। যেমন কথা হয়েছিল তেমনই এগ্রিমেন্ট । সেটারই ভিতরে আমরা রক্ষা করে আমরা পাঠিয়েছি।” যদিও ইমামি কর্তা আদিত্য আগরওয়াল বিদেশে আছেন। এখন অপেক্ষা সমর্থকদের আদৌ সই হবে তো! না এটাও ফের প্রতিশ্রুতি!

চলতি সপ্তাহে , কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রালয়ের ওয়েবসাইটে দেখা যায়, ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড নতুন কোম্পানির জন্য আবেদন করা হয়েছে এবং স্রেফ সময়ের অপেক্ষা এটি চূড়ান্ত হওয়ার জন্য। জানা গিয়েছে, ইস্টবেঙ্গল ও ইমামির আলোচনায় গঠিত অন্তিম খসড়া চুক্তিপত্র ও এই চুড়ান্ত চুক্তিপত্রে খুব একটা তফাত নেই। এবার সেই চুড়ান্ত চুক্তিপত্র পর্যালোচনা করে ইমামিকে পাঠিয়ে ইতিবাচক পথেই হেঁটেছে ইস্টবেঙ্গল।
কয়েকদিন আগেই কর্মসমিতির বৈঠকের পর ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছিলেন, নতুন নামে নতুন কোম্পানি গঠনের কাজ চালাচ্ছে দুই পক্ষ। এদিকে এএফসির কাছে নতুন করে লাইসেন্সিং করার বিষয়েও কাজ চালাচ্ছে ইস্টবেঙ্গল ও ইমামি। কিন্তু এর ফলে কি ক্লাবের নাম বদলানোর সম্ভাবনা নেই বললেই চলে। ইস্টবেঙ্গল নামেই আইএসএল খেলবে দল। যেহেতু আইএসএল-এর নিয়ম অনুযায়ী কোনও কর্পোরেট সংস্থার নাম ক্লাবের নামের আগে বসবে না।
যদিও বারবার লাইসেন্স পরিবর্তনের জেরে কিছুটা বিরক্ত এএফসি, তবে প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত কাজ সারতে চাইছে ইস্টবেঙ্গল ও ইমামি।