জুলাই 5, 2024
Latest:
রাজ্যলেটেস্ট

পার্থ- অর্পিতার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

এনএফবি, কলকাতাঃ

শিক্ষক নিয়োগ দুর্নীতির কান্ডে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এর মধ্যে রয়েছে অর্পিতার ২টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ৫০ কোটি টাকাও। সোমবারই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করবেন ইডির গোয়েন্দারা। তার আগে প্রকাশ্যে আনা হয়েছে এই তথ্য।

গত ২২ জুলাই বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রথম টাকা উদ্ধারের কথা জানা যায়। এরপর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় কে গ্রেফতার করে ইডি। ক্রমশ শিক্ষক নিয়োগ দুর্নীতির পিছনে কি কি ঘটেছে তা প্রকাশ্যে আনতে থাকেন গোয়েন্দারা। ৫ দিন পর অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আরও টাকা। সব মিলিয়ে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৫০ কোটি। এরপর ধৃত দুজনকে জেরা করে এর পর প্রায় রোজই নতুন সম্পত্তি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেতে থাকেন গোয়েন্দারা। খোঁজ পাওয়া যায় একাধিক ভুয়ো কোম্পানিরও।

ইডি সূত্রে জানা গেছে, টালিগঞ্জ ও বেলঘরিয়ায় অবস্থিত অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি ফ্ল্যাট থেকে ৪৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। এছাড়া উদ্ধার হয়েছে ৫ কোটি টাকার সোনা। এছাড়া দুজনের নামে রাজ্যে মোট ৪০টি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়ছে। যার মোট মূল্য ৪০.৩৩ কোটি টাকা। দুজনের যৌথ ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে ৭.৮৯ কোটি টাকা। সব মিলিয়ে ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডির গোয়েন্দারা।