জুলাই 1, 2024
Latest:
ফিচাররাজ্য

কয়লাকান্ডে আট আইপিএস অফিসারকে দিল্লিতে হাজিরার নির্দেশ দিল ইডি

এনএফবি, ওয়েব ডেস্কঃ

কয়লা পাচার কান্ডের তদন্ত এগিয়ে নিয়ে যেতে এবার রাজ্যের আট আইপিএস অফিসার কে তলব করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি ইডি ৷ ১৫ ই আগস্টের পর দিল্লিতে তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তালিকাভুক্ত অফিসারা হলেন, জ্ঞানবন্ত সিং,রাজীব মিশ্র,সুকেশ জৈন,শ্যাম সিং,তথাগত বসু,সেলভা মুরগান,কোটেশ্বর রাও প্রমুখ ৷ এরসঙ্গে আছে আইএএস তিনজনের নাম ৷

বিশেষ সূত্রে জানাগেছে, কয়লা মাফিয়াদের জেরা করেই কয়লা পাচার কান্ডে এদের জড়িত থাকার তথ্য প্রকাশ পেয়েছে ৷ আরও জানাগেছে ,যে আটজন কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তারা সকলেই কোন এক সময় কয়লা পাচার মামলার সঙ্গে যুক্ত অঞ্চল গুলিতে কর্মরত ছিলেন ৷ এবং তাদের সহযোগিতা ছাড়া কয়লা পাচার কোনভাবেই সম্ভব নয় ৷ কয়লা পাচারের সঙ্গে আরও কারা কারা ঠিক কতটা সম্পৃক্ত তার হদিশ পেতেই ইডির এই তলব বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ৷