জুলাই 5, 2024
Latest:
জেলা

দক্ষিণ দিনাজপুরেও আসতে পারে ইডি, মন্তব্য জেলা সভাপতির

এনএফবি,দক্ষিণ দিনাজপুরঃ

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে দক্ষিণ দিনাজপুরে আসতে পারে ইডি। এমনই ইঙ্গিত পাওয়া গেল এদিন জেলা বিজেপির এক সাংবাদিক সম্মেলনে। বিজেপির অভিযোগ, জেলা তৃণমূলের প্রভাবশালীরা দূর্নীতির সাথে যুক্ত, জেলায় ইডি তদন্ত করুক, তাহলেই প্রকাশ্যে আসবে। পালটা তৃণমূলের বক্তব্য, এই ঘটনায় প্রমাণ করে যে, বিজেপির নির্দেশে ইডি চলছে, তা পরিষ্কার।

এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে জেলা বিজেপি সভাপতি দুর্নীতি ইস্যুতে আন্দোলনে নামতে চলেছেন বলে জানান, দক্ষিণ দিনাজপুর জেলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এবং তৃণমূলের কয়েকজন প্রভাবশালী এর সাথে জড়িত। তিনি চান, ইডি এই জেলায় তদন্ত করুক। ইডি তদন্ত করলে এই জেলাতেও শিক্ষক নিয়োগে দুর্নীতি প্রকাশ্যে আসবে। এ বিষয়ে বিজেপির থেকে একটি তালিকা তৈরি করা হবে বলে তিনি জানান।

সুভাষ চাকী, তৃণমূল জেলা কোঅর্ডিনেটর। নিজস্ব চিত্র

অপরদিকে বিজেপির এই সাংবাদিক সম্মেলনের প্রতিক্রিয়ায় তৃণমূল জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকি জানান, বিজেপি জেলা সভাপতির এ ধরনের বক্তব্য থেকে পরিষ্কার ইডি বিজেপির নির্দেশ অনুযায়ী চলছে।