এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের পিংলার গোপীনাথপুর (খিরীন্দা মৌজা) এলাকায় অবস্থিত অভিজাত বি.সি.এম মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে হানা দিলেন ইডি আধিকারিকরা। বুধবার বিকেল ৩ টা ২০ নাগাদ স্কুলে এসে পৌঁছান চার সদস্যের তদন্তকারী দল।
জানা যায়, এই বি.সি.এম মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল আসলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত। যে স্কুলের মালিক নাকি তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। যদিও, তিনি বিদেশে থাকেন এবং স্কুল দেখাশোনার দায়িত্ব পালন করে থাকেন তাঁর মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী। উল্লেখ্য যে, গত ২২ জুলাই (পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির গ্রেপ্তারির দিনে) এই কৃষ্ণপ্রসাদের খিরিন্দার বাড়িতে কেন্দ্রীয় আয়কর দপ্তরের ৫ জনের প্রতিনিধিদল হানা দিয়েছিল। সকাল ৮ থেকে রাত্রি ৮ টা পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রচুর ফাইল ও কাগজপত্র নিয়ে গিয়েছিলেন তাঁরা। টানা জিজ্ঞাসাবাদে অসুস্থ-ও হয়ে পড়েছিলেন কৃষ্ণপ্রসাদ ৷