জুলাই 1, 2024
Latest:
স্থানীয়

মাটি খুঁড়ে অষ্টাদশ শতকের মুদ্রা উদ্ধার জিয়াগঞ্জে

এনএফবি,মুর্শিদাবাদঃ

জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের আমুইপাড়ায় মাটির নিচে থেকে প্রাচীন রুপোর মুদ্রা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জল প্রকল্পের পাইপলাইনের কাজের জন্য মাটি খোঁড়ার কাজ চলছে। রবিবার দুপুরে কাজ চলার সময় মাটির তলা থেকে বেশ কিছু প্রাচীন রুপোর মুদ্রা উদ্ধার হয়। অভিযোগ মুদ্রাগুলি নিয়ে এক ঠিকা শ্রমিক চম্পট দেয়। বিষয়টি জানার পরেই জিয়াগঞ্জ থানার পুলিশ তদন্তে নামে। সোমবার রাত পর্যন্ত ২২টি মুদ্রা উদ্ধার হয়েছে। মুদ্রাগুলি ১৭৭৮ সালের মধ্যে তৈরি বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ মিউজিয়ামের কিউরেটর মৌসুমী বন্দ্যোপাধ্যায় বলেন, মুদ্রাগুলি অষ্টাদশ শতকের শেষের দিকের। দ্বিতীয় শাহ আলমের সময়ে তৈরি। মুর্শিদাবাদের টাঁকশালে তৈরি। এর আগেও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে এই রুপোর মুদ্রা উদ্ধার হয়েছে।

স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র