জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

নির্বাচনের দিন ঘোষিত , ফিফার নির্বাসন উঠে যাওয়ার সম্ভাবনা

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

স্বস্তির খবর ভারতীয় ফুটবলে ফিফার নির্বাসন উঠে যেতে পারে । কারণ নির্বাচনের দিন স্থির হয়ে গেছে বলেই জানা যাচ্ছে ৷ এদিন রিটার্নিং অফিসার জানিয়েছেন, এআইএফএফের নির্বাচন হবে সেপ্টেম্বরের ২ তারিখ। অগাস্টের ২৫ তারিখ, অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকেই নির্বাচনে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিতে হবে। ইতিমধ্যেই অনেকে ২৮ অগাস্ট নির্বাচন ধরে নিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যেই বিভিন্ন পদে লড়ার জন্য মনোনয়ন পেশ করেছিলেন। সভাপতি পদে মনোনয়ন জমা পড়েছিল ৭ জনের। রিটার্নিং অফিসার এরপর বৈধ প্রার্থীদের নামের তালিকা অগাস্টের ৩০ তারিখ ফেডারেশনের ওয়েবসাইটে দিয়ে দেবেন। দিল্লিতে ফেডারেশনের প্রধান কার্যালয়েই ২ সেপ্টেম্বর হবে নির্বাচন। ওই দিন কিংবা তার পরের দিন হবে ফল ঘোষণা ৷ ১৫ অগস্ট ভারতীয় ফুটবলকে নির্বাসনে পাঠিয়েছিল ফিফা। এর ফলে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ভারতে না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। সঙ্কট মেটাতে তৎপর ছিল কেন্দ্রীয় সরকার।অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভারতীয় ফুটবলের আইকন বাইচুং ভুটিয়া। একই সঙ্গে বাংলা থেকে AIFF -এর সভাপতি পদের মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন ফুটবলার ও বিজেপি নেতা কল‍্যাণ চৌবে এবং আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি।বাইচুং ভুটিয়া মনোনয়ন জমা করেছেন প্রাক্তন ফুটবলার হিসেবে। কিন্তু ভারতের প্রাক্তন গোলরক্ষক কল‍্যাণ চৌবে মনোনয়ন জমা করেছেন গুজরাট সংস্থার হয়ে। বাইচুংয়ের থেকে নাকি কল‍্যাণ একটু এগিয়ে আছেন।এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। দু’টি কারণ আছে। প্রথমত, কল‍্যাণ কেন্দ্রের শাসক দল বিজেপির সদস্য। তিনি আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটের হয়ে প্রতিনিধিত্ব করছেন। পাশাপাশি অরুণাচল কল‍্যাণকে সমর্থন করছে। এই অরুণাচলের বাসিন্দা বর্তমানে আইনমন্ত্রী কিরেণ রিজিজু। এই কিরণ রিজিজুর সঙ্গে কল‍্যাণের খুব ঘনিষ্ঠ সম্পর্ক। ফলে রাজনৈতিক সমর্থন কল‍্যাণের দিকে থাকবে তা বলাই বাহুল‍্য।

AIFF-এর সভাপতি পদের নির্বাচনে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী যারা মনোনয়নপত্র জমা করেছেন তাঁরা হলেন, সাজি প্রভাকরণ (সভাপতি, দিল্লি এফএ), এন এ হ‍রিশ (সভাপতি,কর্ণাটক এফ এ ও বিধায়ক), ইউজেন লিংডো (প্রাক্তন ফুটবলার ও ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টির বিধায়ক), ভালঙ্কা আলেমাও (চার্চিল ব্রাদার্স)।