বুনিয়াদপুরে বৈদ্যুতিক সুরক্ষা সচেতনতা শিবিরের আয়োজন

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

বৈদ্যুতিক সুরক্ষা সচেতনতা শিবিরের আয়োজন করা হলো পশ্চিমবঙ্গ ইলেকট্রিক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর ব্লকে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

যে শিবিরের মধ্য দিয়ে বৈদ্যুতিক কাজ করার সময় কর্মচারীদের কোন কোন বিষয়ের উপর নজর রাখা উচিত এবং কাজ করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করা দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।সেফটি বেল্ট ,হেলমেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রীর প্রয়োজনীয়তা সম্পর্কেও অবগত করানো হয় তাদের। এদিনের এই সুরক্ষা সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা ইলেকট্রিক রিজিওনাল ম্যানেজার দীপঙ্কর দাস, বুনিয়াদপুর ডিভিশন ম্যানেজার অসীত বরণ মল্লিক,বালুরঘাট ডিভিশন ম্যানেজার শুভময় সরকার,পশ্চিমবঙ্গ ইলেকট্রিক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি পবিত্র প্রামানিক,জেলা সংগঠনের সভাপতি ধীরেন্দ্র নাথ সরকার প্রমুখ৷

নিজস্ব চিত্র

এদিনের সুরক্ষা সচেতনতা শিবির সেরে ইলেকট্রিক কর্মীদের হাতে কাজ করার সুবিধার্থে হেলমেট তুলে দেওয়া হয় সংগঠনের তরফে।