গড়বেতায় হাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত আলু চাষীরা

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার গভীর রাতে গড়বেতা-১ নং ব্লকের একাধিক এলাকায় ৭০ থেকে ৮০টি হাতি তাণ্ডব চালায়। এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয় একাধিক জমির আলুর পাশাপাশি বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয় হাতির তাণ্ডবে।
ইতিমধ্যেই ক্ষতিপূরণের আর্জি জানিয়েছে এলাকার ক্ষতিগ্রস্ত চাষিরা।

তবে ওই বড় হাতির দলটি বর্তমানে পার্শ্ববর্তী বাঁকুড়া জেলায় প্রবেশ করেছে। এলাকার ক্ষতিগ্রস্ত চাষীদের বক্তব্য বহু টাকা খরচ করে বিঘার পর বিঘা আলু লাগানো হয়েছে, আর এক রাতেই ক্ষতি করেছে হাতির দল, এতে আমরা খুব চিন্তিত, ক্ষতিপূরণ না পেলে নানান সমস্যা হতে পারে চাষের ক্ষেত্রে।