জুলাই 5, 2024
Latest:
ফিচারস্থানীয়

হাতির তাণ্ডব,আতঙ্কে জামবনিবাসী

এনএফবি, ঝাড়গ্রাম

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। সোমবার হাতির হামলায় এক বৃদ্ধের মৃত্যু ও এক মহিলা আহত হওয়ার ঘটনার পর মঙ্গলবারও হাতির তাণ্ডব অব্যাহত ছিল। মঙ্গলবার জামবনি ব্লকের মহিষামুড়া এলাকায় কয়েকটি বাড়ি ভাঙচুরের পাশাপাশি একটি বিদ্যালয়ে ঢুকে হাতির দল তাণ্ডব চালায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার জামবনি ব্লকের লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের দর্পশিলা সামন্ত পাড়ায় হাতির দলের তাণ্ডব চালানোর ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা লোকনাথ নায়েক,বন্দী দণ্ডপাটের কলাবাগানের যেমন ব্যাপক ক্ষতি করেছে তেমনই কপির জমিতে গিয়ে হাতির দল তাণ্ডব চালিয়েছে। এছাড়া লোকালয়ে ঢুকে বাড়িতে তাণ্ডব চালিয়ে বস্তা বস্তা ধান খেয়েছে হাতির দল। যার ফলে রীতিমতো বিপাকে পড়েছে এলাকার বাসিন্দারা। ব্যাপক ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর, প্রাণহানির ঘটনাও ঘটছে। তাই বনদফতরের কাছে হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা আবেদন জানিয়েছে। কিন্তু সতর্ক থাকার আবেদন জানিয়ে দায় সারছে বনদফতর, বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।

প্রকাশ্য দিবালোকে যেভাবে হাতির দল এলাকায় তাণ্ডব শুরু করেছে তাতে জামবনি ব্লকের ঝাড়খন্ড সীমান্ত এলাকার গ্রাম গুলির বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন। লোকালয়ে হাতির হামলা ঠেকাতে গ্রামবাসীরা গ্রাম পাহারা দেওয়ার ব্যবস্থা করেছে।