জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

চুক্তির খসড়া পাঠালো ইমামি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অবশেষে ইমামি গোষ্ঠীর থেকে চুক্তিপত্র এলো ক্লাবে। সেই চুক্তির খসড়া খতিয়ে দেখে বিশ্লেষণ করে সই হতে আরও দশদিন। অর্থাৎ এই মাসে দলগঠন তো দূরের কথা, ইনভেস্টর ও ক্লাবের চুক্তি হবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েই গেল। কোয়েসের মত ইমামি শুধু ফুটবল বিষয়টাই দেখবে অর্থাৎ শ্রী সিমেন্ট এর মত সবকিছুর অংশীদার হবে না, এটা যেমন কর্তাদের কাছে স্বস্তির খবর ঠিক তেমনই শেয়ার বন্টন নিয়ে ইনভেস্টর গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে ক্লাব। ইমামি চাইছে ৮০ শতাংশ শেয়ার নিজের কাছে রাখতে, আর ক্লাব চাইছে ৬০ শতাংশ শেয়ার ইমামিকে ছাড়তে। এদিন ইমামি কর্তা আদিত্য আগরওয়াল যদিও আশাবাদী। তিনি বললেন, “আমরা চুক্তিপত্র পাঠালাম আশা করি সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে।”
গত দুই মরশুম ধরে আইএসএলে ইস্টবেঙ্গলের (East Bengal) ইনভেস্টর নিয়ে সমস্যা ছিলই। ২০২০ সালের আইএসএলের (ISL) আগে মুখ্যমন্ত্রীর হাত ধরেই শ্রী সিমেন্ট ইনভেস্টর হয়ে এসেছিল লাল-হলুদে। এরপর টানা দুই মরশুমে আইএসএলে ভরাডুবি অবস্থা ছিল ইস্টবেঙ্গলের।আরও একবার মমতা ইস্টবেঙ্গলের ভরসা হয়ে উঠেছিলেন।
এইবছর ইস্টবেঙ্গল ক্লাব নামবে ডুরান্ড কাপ এবং কলকাতা লিগে। হাতে এক মাসও বাকি নেই লিগ শুরু হতে, তার আগে বেশ চিন্তা লাল হলুদ সমর্থকদের। আগামী ১৬ আগস্ট ডার্বি দিয়ে শুরু হবে ডুরান্ড কাপও।
নতুন করে ফুটবলাদের সঙ্গে চুক্তি করতে গিয়ে সমস্যায় পড়ছে ইস্টবেঙ্গল। শ্রী সিমেন্টের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে ইনভেস্টর সমস্যায় ভুগছিল ইস্টবেঙ্গল। সেই সময় ত্রাতা হয়ে ওঠেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইস্টবেঙ্গলে বিনিয়োগের ব্যাপারে উৎসাহ দেখিয়েছিল ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সৌরভ গঙ্গোপাধ্যায় তাদের সঙ্গে কথাও বলেছিলেন।তবে কিংফিশারের আগে ইস্টবেঙ্গলের স্পন্সর ছিল ইমামি । কলকাতার এই সংস্থা সমর্থকদের ভাবাবেগকে গুরুত্ব দেবেন বলেই বিশ্বাস কর্তাদের।ইস্টবেঙ্গল ও ইমামি পুরনো সম্পর্ক জোড়া লাগায় খুশি মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওঁরা এখানে চা খেতে এসেছিলেন। ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেটা মিটে গেল। দু’পক্ষই রাজি হয়েছেন। কী চুক্তি হবে সেটা ওরা পরে নিজেরা আলোচনা করে ঠিক করে নেবেন।” তবে নাটক জারি রয়েছে ক্লাবে।