জুলাই 8, 2024
Latest:
জেলা

প্রাথমিক স্তরের শিক্ষায় স্বীকৃতি পেল বঙ্গ রত্ন প্রাপক বিশিষ্ট কবি কমলেশ সরকারের রাজবংশী ভাষায় লেখা দুটি বই

এনএফবি,কোচবিহারঃ

রাজ্য সরকার পরিচালিত রাজবংশী/কামতাপুরী ভাষার প্রাথমিক স্তরের শিক্ষায় স্বীকৃতি পেল বঙ্গ রত্ন প্রাপক বিশিষ্ট কবি ও লেখক কমলেশ সরকারের লেখা দুটি বই। আজ কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কমলেশ বাবু নিজেই জানিয়েছেন এই বিষয়টি।
তিনি জানান, রাজ্য সরকার রাজবংশী ও কামতাপুরী ভাষার প্রায় ২০০ টি প্রাথমিক স্কুলকে স্বীকৃতি দিয়েছে। ওই স্কুলগুলির প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠ্য পুস্তক হিসেবে কমলেশ সরকারের লেখা যথাক্রমে ‘মউল পাঠ আরো রায় বাঘিনী’ ও ‘মউল পাঠ’নামে ওই দুটি বই স্থান পেয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু স্কুলে পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে। কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে কোথাও কোথাও সমস্যা রয়েছে বলে জানিয়েছেন কমলেশ বাবু।

প্রসঙ্গত,রাজ্য সরকার রাজবংশী ও কামতাপুরী জন গোষ্ঠীর মানুষদের জন্য ২০০ টি স্কুলের অনুমোদন দেন। সেই স্কুলে রাজবংশী ভাষায় পঠন পাঠন শুরু হয়েছে। সেই স্কুলগুলিতে বঙ্গরত্ন প্রাপক বিশিষ্ট কবি এবং লেখক কমলেশ সরকারের রাজবংশী ভাষায় লেখা দুটি বইকে স্বীকৃতি দিয়েছেন রাজ্য সরকার। সেই কারণে আজ সাংবাদিক বৈঠক করে সাধারণ মানুষকে জানানোর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় তথা তৃণমূল সরকারকে ধন্যবাদ জানান তিনি।