জুলাই 3, 2024
Latest:
জেলা

দক্ষিণ দিনাজপুরে ফুল চাষে জোর, উদ্যানপালন বিভাগের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

কৃষি প্রধান জেলা দক্ষিণ দিনাজপুরে কৃষকদের ধান-পাটের পাশাপাশি ফুল চাষে আগ্রহী করতে এবার উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা উদ্যানপালন বিভাগ। দক্ষিণ দিনাজপুর জেলা উদ্যানপালন বিভাগের পক্ষ থেকে এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বেশকিছু কৃষকের হাতে তুলে দেওয়া হয় গোলাপ গাছের চারা।

আরও পড়ুনঃশস্যবিমার নামে টাকা কাটার অভিযোগ, বিক্ষোভ দিনহাটায়

জানা গেছে এদিন উদ্যানপালন বিভাগের পক্ষ থেকে মিনু পারলে, মন্টি ঝুমা, ডাচ প্রভৃতি প্রজাতির গোলাপ চারা তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। মূলত কৃষকদের প্রচলিত ধান পাট চাষের পাশাপাশি ফুল চাষে আগ্রহী করে তুলতেই উদ্যানপালন বিভাগের এই উদ্যোগ। জানা যায় এই ফুল চাষ করে কৃষকরা বিঘাপ্রতি ৮০ থেকে এক লক্ষ টাকা লাভ করতে পারে। সেই কারণেই কৃষকেরা যাতে বেশি লাভের মুখ দেখে সে উদ্দেশ্যে আজ কৃষকদের হাতে এই চারা গাছ তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ সপ্তাহান্তে একদিন স্কুল বসছে আমবাগানে