জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

কৃষ্ণলীলা শেষের পথে,বাগানের পরের মরশুমের টার্গেট ওগবচে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ফের দল বদলে চমক দিতে চলেছে এটিকে মোহনবাগান। রয় কৃষ্ণর অফ ফর্ম দেখে তার প্রতি একপ্রকার মোহ উঠে গিয়েছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের । তাই আগামী মে মাসে কৃষ্ণর চুক্তি শেষ হলে তার জায়গায় হায়দ্রাবাদ এফসির গোলমেশিন নাইজেরিয়ার বার্তোলোমেউ ওগবেচেকে আনতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড।

গত মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন দল মুম্বই সিটি এফসির গোলকিপার অমরিন্দর সিং ও মিডফিল্ডার হুগো বৌমোসকে তুলে চমক দিয়েছিল এটিকে মোহনবাগান । এবার ওগবচে নিতে মরিয়া গঙ্গাপাড়ের ক্লাব।

একনজরে ওগবচেঃ

এবারের আইএসএলে ১৭ ম্যাচে ১৭টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন ওগবচে। আইএসএলের ইতিহাসে ৫১টি গোল করেছেন তিনি। গতি ও ফুটবল বুদ্ধিতে বেশ সমৃদ্ধ এই নাইজেরীয় ফরোয়ার্ড। ৩৭ বছর বয়স হলেও দারুণ প্রখরতা দেখিয়েছেন এই মরশুমে। ফলে ওগবেচের আগমণ বেশ ভালোই প্রভাব ফেলবে এটিকে মোহনবাগানে।এবার আইএসএলে প্রথম দিকে বেশ ভালো শুরু করেছিল হায়দ্রাবাদ কিন্তু দলে কোভিড হানা দেওয়ায় খারাপ ফল দক্ষিণের দলের। ফলে লিগ শিল্ড হাতছাড়া হয়। তবে শেষ চারে মোহনবাগানের বিরুদ্ধেই নামবে ওগবচের দল। আইএসএল জয়ই একমাত্র টার্গেট।

প্রথমে খারাপ খেললেও কোচ হাবাস ছাটাই হওয়ার পরে মোহনবাগান ঘুরে দাঁড়ায়।এ বছর টানা ১৫টি ম্যাচে অপরাজিত ছিল তারা। কিন্তু লিগ পর্বের শেষ ম্যাচে তাদের সেই ধারাবাহিকতা ব্যহত হয়। তবে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার নজির যুগ্ম ভাবে তারা গড়েছে। এর আগে এফসি গোয়া টানা ১৫ ম্যাচে অপরাজিত থেকে এই রেকর্ড গড়েছিল, এটিকে মোহনবাগান। এফসি গোয়া যখন এই রেকর্ড গড়ে, তখনও (২০২০-২১) তাদের কোচ ছিলেন যিনি, সেই স্পেনের হুয়ান ফেরান্দোর প্রশিক্ষণেই এই নজির ছুঁয়ে ফেলল সবুজ-মেরুন শিবির।চলতি মরশুমে তারা মাত্র তিনটি ম্যাচে হেরেছে। গত মরশুমে তারা চারটি ম্যাচে হার মেনেছিল। এ বার সবচেয়ে কম হারের সেই নজির ভেঙে যুগ্মভাবে নতুন নজির গড়ল তারা। জামশেদপুরও তিনটি ম্যাচই হেরেছে। আর হারার জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে তারা এ বার ১২ পয়েন্ট অর্জন করেছে, যা বেঙ্গালুরু এফসি-র সঙ্গে সমান।ফিনল্যান্ডের ইউরো দলের সদস্য জনি কাউকো দলের সবচেয়ে বেশি গোলে অ্যাসিস্ট করেছেন। তিনি মোট ৬টি গোলে অ্যাসিস্ট করেছেন। সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় তিনি আপাতত রয়েছেন পাঁচ নম্বরে। সবচেয়ে বেশি অ্যাসিস্ট করেছেন জামশেদপুর এফসি-র গ্রেগ স্টুয়ার্ট। সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় প্রথম দশে রয়েছেন এটিকে মোহনবাগানের তিনজন, কাউকো, হুগো বুমৌস (৫) ও রয় কৃষ্ণা (৪)। গোলের সুযোগ তৈরির ক্ষেত্রে সবার ওপরে রয়েছেন লিস্টন কোলাসো, যিনি লিগ পর্বে ৭৩ বার গোলের চেষ্টা করেছেন। গোলে সর্বোচ্চ শটের দিক থেকে লিস্টন (২৮) রয়েছেন দু’নম্বরে, কেরালা ব্লাস্টার্সের আলভারো ভাসকেজের (৩০) পরেই।