এনএফবি,জলপাইগুড়িঃ
বিএসএফ দের চোখ এড়িয়ে দিব্বি ঘুরছিলো এলাকায়, মাছ ধরার জালে আটকে গিয়ে গ্রামবাসীদের নজরে আসতেই বন্দি হলো পাইথন।
শনিবার সাত সকালেই জলপাইগুড়ির রানী নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন চেওড়া পাড়া থেকে একটি দশ ফুট লম্বা অজগর উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে।
গ্রামেরই জল শুকিয়ে যাওয়া একটি ঝোপে কিছু একটা নড়ছে বলে সন্দেহ হয় অনিল চন্দ্র রায়ের, সামনে গিয়েই চমকে ওঠেন অনিল বাবু। বর্ষার জলে মাছ ধরার জন্য জালে আটকে থাকতে দেখেন একটি অজগর সাপকে।
এরপরেই খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে যায় গ্রীণ জলপাইগুড়ি স্বেচ্ছা সেবী সংগঠনের সম্পাদক অংকুর দাস। লাইলনের জাল কেটে অজগরটিকে উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে অংকুর দাস জানান,গত এক মাসে বিভিন্ন লোকালয় থেকে চারটি অজগর উদ্ধার করা হলো।