জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ইরানকে ৬-২ গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

জোড়া গোল সাকার। ৩৫ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন বেলিংহ্যাম। ৪৩ মিনিটে স্কোরলাইন ২-০ করেন সাকা। প্রথমার্ধের ইনজুরি টাইমে ইংল্যান্ডের পক্ষে তৃতীয় গোল করেন রহিম স্টার্লিং। ৬২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সাকা। কিন্তু তিন মিনিট পরেই ব্যবধান কমান তারেমি। ৭১ মিনিটে স্কোরলাইন ৫-১ করেন র‍্যাশফোর্ড। ৮৯ মিনিটে গারেথ সাউথগেটের দলকে ৬-১ এগিয়ে দেন জ্যাক গ্রিলিশ৷ ইনজুরি টাইমে ‘ভার’-এর সাহায্যে পেনাল্টি পায় ইরান। সেখান থেকে নিজের দ্বিতীয় গোল করেন তারেমি।

তবে বিতর্ক তৈরি হয়েছে ইরানের গোলরক্ষক আলি বেইরানভান্দের চোট নিয়ে। ইংল্যান্ডের ক্রস বাঁচাতে গিয়ে নিজেরই দলের মজিদ হোসেইনির সঙ্গে ধাক্কা লেগেছিল আলির। তারপরেই নাক থেকে অঝোরে রক্ত পড়তে থাকে তাঁর। মাঠের মধ্যেই বেশ কিছুক্ষণ তাঁর চিকিৎসা চলে। তবে সেই সময়ই পরিবর্ত খেলোয়াড় নামায়নি ইরান। যা বিশ্বকাপের ‘কনকাশন সাবিস্টিটিউট’ নিয়মের পরিপন্থী। বেশ কিছু সময় বাদে আলি রিজার্ভ বেঞ্চের দিকে ইশারা করলে পরিবর্ত গোলরক্ষক হোসেন হোসেইনিকে নামানো হয়।